সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: আগামী ৩-৫ ব’ছ’রে সোনার দা’ম হ’বে দ্বিগুণ, এমনই পূর্বাভাস ফা’ন্ড ম্যানেজারের

সোনার দাম দিন প্রতিদিন বেড়েই চলেছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যেই নাকি বর্তমান দামের দ্বিগুণ মূল্যে বিক্রি হবে সোনা। অর্থাৎ দাম কমার তো কোনো সম্ভাবনাই নেই। উপরন্তু সোনার দাম বেড়ে দ্বিগুণ হয়ে যাবে। আগামী পাঁচ বছরের মধ্যে আউন্স প্রতি সোনার দাম হবে তিন থেকে পাঁচ হাজার ডলার। এমনই পূর্বাভাস দিচ্ছেন বিশেষজ্ঞ ফান্ড ম্যানেজার দিয়েগো পারিলা। উল্লেখ্য তার এই অনুমান কিন্তু উড়িয়ে দেওয়ার কোনো উপায় নেই। কারণ এর আগেও সোনার দাম সম্পর্কে তার অনুমান সত্য প্রমাণ হয়েছিল।

২০১৬ সালে সোনার দামের উত্থানের পূর্বাভাস দিয়েছিলেন তিনি। তার সেই অনুমান পরবর্তী ক্ষেত্রে সম্পূর্ণ সত্যি প্রমাণ হয়েছিল। কোয়াড্রিগায় ইগনেও নামক ২৫০ মিলিয়ন ডলার মূল্যে ফান্ড ম্যানেজ করেন দিয়েগো। যদিও সোমবার অবশ্য বিশ্ব বাজারে সোনার দাম কমেছে। গত সেশনে দু’সপ্তাহের শীর্ষ স্তরে পৌঁছানোর পর এক আউন্স স্পট গোল্ডের দাম ০.২ শতাংশ কমেছে সোমবার। যে কারণে আউন্সপ্রতি সোনার দাম দাঁড়িয়েছে ১,৮০৯.২১ ডলার।

সার্বিকভাবে গত সপ্তাহে সোনার দাম ০.৮ শতাংশ কমেছিল। বিশেষজ্ঞদের মতে শক্তিশালী ডলারের প্রভাব পড়েছিল সোনার দামের উপর। অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে এক আউন্স রুপোর দাম ০.৪ শতাংশ কমেছে। যার ফলে রুপোর দাম হয়েছে ২৫.৩৭ ডলার প্রতি আউন্স। জুলাইয়ের শেষ সপ্তাহে অবশ্য ভারতে সোনার দামের চাহিদা বেশ কম ছিল। খুচরা বাজারে সোনার তেমন চাহিদা না থাকায় দাম কমেছে।

এমসিএক্স সূচকে ১০ গ্রাম সোনার দাম ৪৬,৮৫০ টাকায় সহায়তা পাচ্ছে বলে জানা গিয়েছে। ৪৮,৬৫০ টাকায় বাধা পেয়েছে। গত সেশনে রুপোর দাম কমেছিল ০.৫ শতাংশ। সোমবার এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম ০.১৬ শতাংশ কমে হয়েছে ৪৭,৯২৬ টাকা। ০.৩ শতাংশ হারে দাম কমে এক কিলোগ্রাম রুপোর দাম পড়ছে ৬৭,৮৬৫ টাকা।