সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: ২ বছরের শিশুকে গি’লে ফে’ল’লো জলহস্তী, তবুও বেঁচে রইলো খুদে, কা’হি’নী শুন’লে আঁ’ত’কে উঠবেন

আমাদের জীবজগৎ সম্পর্কে যদি কিছু বলতে হয়, তাহলেই একটি কথা সবার আগে মাথায় আসে, সেটা হল জলে কুমির ডাঙায় বাঘ। আমাদের রাজ্যের সুন্দরবনের কথা যদি বলা যায়, তাহলে লক্ষ্য করে দেখবেন মানুষ কিন্তু এরকম পরিবেশের মধ্যেই জীবন ধারণ করছে। যেখানে কিনা সর্বদা বাঘের ভয়, তাও মানুষ সেই সমস্ত কিছুকে উপেক্ষা করে নিজেদের জীবিকা নির্বাহ করছে।

মাঝে মাঝেই অনেক খবর পাওয়া যায় যে, বাঘের হামলায় আহত কিংবা নিহত হয়েছে সেখানকার সাধারণ মানুষ। তবে বিভিন্ন জায়গায় বিভিন্ন জীব বৈচিত্র লক্ষ্য করা যায়, যদি আফ্রিকার কথাই বলা যায় তাহলে দেখা যাবে সিংহের গর্জন সহ বুনো ষাড়, জলহস্তী আরো কত কি? এদের মধ্যে বেঁচে থাকা খুবই মুশকিল।

কারণ এখানেও ঠিক একই পরিস্থিতি, কান পাতলেই শোনা যায় জলহস্তির হামলায় অনেক মানুষ প্রাণ হারিয়েছে। তবে সম্প্রতি এমন একটি ঘটনা সামনে এসেছে যা অবাক করবে সকলকে, ঘটনাটি উগান্ডার , সেখানে ২ বছরের একটি শিশুকে গিলে ফেলে জলহস্তি। কিন্তু মানুষের হামলার মুখে পরে, তৎক্ষণাৎ জলহস্তি উগড়ে দেয় বাচ্চাটিকে।

আরো খবর: মোবাইলের থেকেও কমদামে ল্যাপটপ পাওয়া যা’চ্ছে Amazon-এ, দেরি করলেই চ’র’ম মি’স!

ভাগ্য ভালো থাকায় প্রাণে বেঁচে যায় শিশুটি, উগান্ডার লেক এডওয়ার্ডের ঘটনা এখন সবার মুখে মুখে। খেলতে খেলতে দুই বছরের শিশুর জলহস্তির সামনে এসে পড়ে ,যা দেখে একেবারে ঝাঁপিয়ে পরে জলহস্তি । পুরোটাই প্রায় গিলে ফেলে জলহস্তি, কিন্তু সেখানে কিছু মানুষ উপস্হিত থাকাকালীন এই ঘটনা ঘটে।

তাদের সামনে এক শিশুকে এভাবে গিলে ফেলা দেখতে না পেরে তারা গিলে জলহস্তির ওপর পাল্টা হামলা করে, ও তার জেড়ে জলহস্তি শেষ পর্যন্ত উগড়ে দেয় শিশুটিকে। পরে দেখা যায় শিশুটি প্রাণে বেঁচে আছে।।