সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

OMG: যোগীকে না’লি’শ করতে ২১০ কিমি দৌ’ড় ১০ বছর বয়সী মেয়ের! কিন্তু কি’সে’র অ’ভি’যো’গ?

ছোট্ট মেয়েটির বয়স মাত্র ১০ বছর , সে দৌড়ে পৌঁছাবে উত্তরপ্রদেশ। যার দূরত্ব ২১০ কিমি , সেই ছোট্ট মেয়ে দৌড়ে পৌঁছাবে যোগী আদিত্যনাথ এর কাছে। কথা শুনে বিশ্বাস হচ্ছে না ঠিকই? না হওয়ারই কথা।

এত ছোট্ট একটা মেয়ের মনোবল তাহলে কতটা বেশী।সত্যি তার মনোবলের সাথে পাল্লা দেওয়া শক্ত। সেই ছোট্ট মেয়েটি গতবছর ম্যারাথনে যোগদান করেছিল ব্যক্তিগত ভাবে ১৪ স্হানে পৌঁছেছিল সে।

আর সেই স্হানে পৌঁছেও তাকে কোনো ধরনের স্বীকৃতি দেওয়া হয়নি দৌড়ের আয়োজক কর্তৃপক্ষের তরফ থেকে। এবার সেই নালিশ করতেই মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাবে সেই মেয়ে।এমনকি তার স্বপ্ন কি রয়েছে সেই কথাও জানাবে সে।

আরো পড়ুন: স্কুল নি’য়ে জরুরি খবর, একদম নি’ষি’দ্ধ ঘোষণা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের

ছোট্ট ১০ বছরের মেয়েটির নাম কাজল। প্রয়াগ রাজ থেকে দৌড় শুরু করেছে কাজল যেতে হবে তাকে ২১০ কিমি। সে কিন্তু সহজেই বাসে ট্রেনে যেতেই পারত কিন্তু সে একজন অ্যাথেলিট হিসেবেই তার নালিশ জানাতে চায় যোগীর কাছে।

তাই তার এই দৌড়, তবে তার এই পথে সাথে থাকবে তার প্রশিক্ষক রজনীকান্ত । একবারে সে তার লক্ষ্য পূরণ করবে না । স্বাভাবিকভাবে সেই ছোট্ট মেয়ে দৈনিক ৩৫-৪০ কিমি দৌড়াবে বলেই জানানো হয়েছে।

এখন যা গরম তাই ভোর ৫ টা থেকে ৭ টা পর্যন্ত দৌড়াবে আবার বিকালে সূর্যাস্তের পর ৫ টা থেকে ৭ টা পর্যন্ত দৌড়াবে। পরিকল্পনা রয়েছে আগামী ১৭ এপ্রিল পৌঁছে যাবে যোগীর বাসভবনে সেই ছোট্ট মেয়েটি।এর মধ্যেই হয়তো একবার বিধায়ক রাজা ভাইয়ার বাসভবনে বিশ্রাম করার কথা রয়েছে তার।