সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিক্রি শুরু হতেই অ’ভি’যো’গে বি’দ্ধ OLA, গ্রাহককে ভা’ঙা গাড়ি ডেলিভারি করছে সংস্থা

সম্প্রতি বাজারে এসেছে ওলা স্কুটার, আপাতত দুটি মডেলে বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে, একটি হচ্ছে ওলা এস ১, যেটি ১২১ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম মাত্র একবার চার্জ দিলেই। অপরটি হল ওলা এস১ প্রো যেটি ১৮১ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এই ওলার ইলেকট্রিক স্কুটার আপাতত মিলছে ১০ রকমের রঙে। ওলা এস ১ স্কুটারের দাম হল ৯৯,৯৯৯ টাকা এবং আরেকটি মডেল ওলা এস ১ প্রো, তার দাম হল ১২৯৯৯৯ টাকা।

তবে গুজরাট, দিল্লি, রাজস্থান, মহারাষ্ট্রে এই সমস্ত স্কুটারের দাম কিছুটা হলেও কম। তবে এতকিছুর পরেও কোন পরিষেবায় ঠিকমত পেয়ে উঠছেন না গ্রাহকেরা, যার জেরে একাধিক অভিযোগ উঠছে সোশ্যাল মিডিয়ার পাতায়। কেউ বলছেন তার গাড়ির মধ্যে নানান দাগ তুবড়ে যাওয়ার চিহ্ন রয়েছে। যার জেরে গ্রাহকরা যথেষ্টই ক্ষোভ প্রকাশ করছেন।

কারণ তারা নতুন গাড়ি কেনার জন্য টাকা দিয়েছেন কোন সারাই করা গাড়ির জন্য নয়। আবার কোনো কোনো গ্রাহক এই গাড়ি কেনার পর বীমা নিয়ে সমস্যায় ভুগছেন কারণ বিমান নথিতে তার প্রীমিয়ামের টাকা দেখাচ্ছে ৬৬৯৫ টাকা অথচ তিনি দিয়েছেন ৭৪৭১ টাকা।

যার জেরে কর্তৃপক্ষের সাথে বিবাদ শুরু হয়েছে, অনেকে তার নিজস্ব গাড়ির ডেলিভারি পেয়ে তার অবস্থা কিরূপ তা জানিয়ে নিজের স্কুটির ছবিসহ পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। অর্থাৎ এ কথা বলা যেতেই পারে একরকম বড়োসড়ো অস্বস্তির মুখে পড়েছেন ওলা কোম্পানি।