সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

জ্ব’ল’ন্ত কয়লার মা’ঝে প’রে তলিয়ে গেলেন অফিসার, কয়লা খনিতে ম’র্মা’ন্তি’ক দু’র্ঘ’ট’না

শুক্রবার বর্ষশেষের বিকেলে কয়লাখনি পরিদর্শনে গিয়েছিলেন ইসিএলের অফিসার অজয় মুখোপাধ্যায়। তখন জ্বলছিল কয়লাখনি; তাই আগুন নেভাতে গিয়ে তিনি নিজেই ধসের কবলে পড়ে খনিগর্ভে তলিয়ে গেলেন।

এই দুর্ঘটনা ঘটেছে পশ্চিম বর্ধমানের ইসিএলের কেন্দা এরিয়ার ২ নম্বর কেন্দা কয়লাখনিতে। উদ্ধারকারী দল উদ্ধার কাজ শুরু করেছে। সাধারণত খনিগর্ভে কেউ তলিয়ে গেলে তাঁর বাঁচার সম্ভাবনা থাকে না। বছরের শেষে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অন্ধকার থাকায় উদ্ধার কাজ করতে সমস্যায় পড়তে হচ্ছে উদ্ধারকারী দলকে।

কেন্দা কয়লাখনির সিনিয়র ওভারম্যান ছিলেন অজয় মুখোপাধ্যায়। তিনিই আগুন নেভাতে গিয়েছিলেন। কিন্তু সেখানেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ইসিএল সূত্রে খবর, কয়েকদিন আগে কেন্দা ২ নম্বর কয়লাখনি এলাকায় মাটি ফেটে কালো ধোঁয়া বের হতে দেখা গিয়েছিল। এমনকী আগুনের হলকাও বের হয়। ইসিএলের পক্ষ থেকে সেই আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। সেটাই পরিদর্শনে গিয়েছিলেন ওভারম্যান অজয় মুখোপাধ্যায়। কিন্তু ধস নেমে যাওয়ায় তিনি সেখানে তলিয়ে যান।