সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এবার আপনার হাড় কাঁপিয়েই ছা’ড়’বে, শীতলতম শীতের দোরগোড়ায় দেশ, জানুন হাওয়া অফিসের বা’র্তা

নভেম্বর মাস শুরু হতে না হতেই শীতের আমেজ টের পাচ্ছে ভারতবাসী। আবহাওয়া বিশেষজ্ঞদের পূর্বাভাস, এবার দারুন শীতের দাপটে কাঁপতে চলেছে আসমুদ্র হিমাচল। এবছর যেমন উত্তর ভারত জুড়ে তাপপ্রবাহ ছিল সব থেকে বেশি, তেমনি বর্ষার সময় বৃষ্টির প্রবল দাপটে ধসে গিয়েছে উত্তর-পূর্ব ভারতের একাধিক এলাকা। তার সঙ্গে এবার পাল্লা দিয়ে বাড়ছে শীত।

গ্রীষ্ম, বর্ষা সব আবহাওয়াতেই কার্যত চরম পরিণতি ভোগ করতে হয়েছে ভারতবর্ষকে। উত্তরাখন্ড, মহারাষ্ট্র, কেরালাতে যেমন অস্বাভাবিক ভারী বৃষ্টিপাতের কারণে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তেমনি চরমতম শীত পড়তে চলেছে এবার। তাই সতর্ক করা হয়েছে দেশবাসীকে। এর কারণ হিসেবে দায়ী করা হচ্ছে উত্তর ভারতের প্রশান্ত মহাসাগরে উৎপন্ন এল নিনোকে।

ভারতের দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সঙ্গে গভীর সংযোগ রয়েছে এল নিনোর। তাই এবার প্রবল ঠান্ডা ভোগ করতে হবে এশিয়ার মানুষদের। এল নিনোর প্রভাবে ভারতীয় মৌসুমী বায়ু এবং বৃষ্টিপাত প্রভাবিত হচ্ছে। এল নিনো বা লা নিনা আসলে দুটি স্প্যানিশ শব্দ।

প্রশান্ত মহাসাগরের পূর্ব দিকে সৃষ্ট উষ্ণ সমুদ্র স্রোতকে বলে এল নিনো। এর প্রভাবে স্বাভাবিক আবহাওয়া ক্ষতিগ্রস্ত হয়। উত্তর গোলার্ধে হিমশীতল শীত পড়ে। এই প্রথমবার অবশ্য নয়, এর আগেও বহুবার এল নিনোর প্রভাব পড়েছে ভারতবর্ষে। 2010, 2016, 2017, এবং 2020 সালে এল নিনোর প্রভাব লক্ষ্য করা গিয়েছে। এবারেও এই শীত জানুয়ারি-ফেব্রুয়ারিতে শীতলতম শীত নিয়ে আসবে।