সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

Indian Rail: এবার টিকিট বা’তি’ল না করেই তারিখ ব’দ’লে করতে পারবেন স’ফ’র, জানুন বিস্তারিত

রেলের নিয়মে বড়োসড় বদল; ট্রেনের টিকিট বাতিল না করেই এবার সফরের তারিখ বদলানো যাবে। ভারতীয় রেলকে দেশের লাইফলাইন হিসেবে বিবেচনা করা হয়। প্রতিদিন যাতায়াতের জন্য লক্ষ লক্ষ মানুষ ট্রেনের সাহায্য নেন। যাত্রীরা অগ্রিম রিজার্ভেশন করেন ট্রেনে  যাত্রা সহজ করার জন্য। কিন্তু অনেক সময় এমন পরিস্থিতি আসে যে আমাদের রিজার্ভেশন বাতিল করতে হয়। তবে যাত্রীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন রিজার্ভেশন টিকিট বাতিল হওয়ায়। রেলওয়ে ক্যান্সেলশন চার্জ হিসেবে কিছু পরিমাণ অর্থ কেটে নেয়।

রেলওয়ে এমন একটি নিয়ম রয়েছে, যার অধীনে আপনি বাতিল না করে আপনার সংরক্ষিত টিকিটের তারিখ পরিবর্তন করতে পারেন। এছাড়াও, ট্রেনের ক্লাসও পরিবর্তন করা যেতে পারে। আপনি আপনার ভ্রমণেরঠ তারিখ পরিবর্তন করতে পারেন। যাত্রীদের জন্য যাত্রা সহজ এবং সুবিধাজনক করার জন্য IRCTC সব ধরণের প্রচেষ্টাও করে। সময়ে সময়ে নিয়মেও পরিবর্তন আনা হয়। টিকিট বাতিলের ক্ষেত্রেও এমন একটি নিয়ম রয়েছে।

আপনি যদি কোন কারণে আপনার ভ্রমণের তারিখ পরিবর্তন করতে চান, তাহলে রেলওয়ের নিয়ম অনুযায়ী কনফার্ম / RAC / এবং ওয়েটিং তালিকার টিকিট বাতিল না করে তারিখ পরিবর্তন করা যেতে পারে। কিন্তু এই সুবিধা শুধুমাত্র একবার পাওয়া যায়। যাত্রীরা টিকিটের ক্লাসও পরিবর্তন করতে পারেন। এর জন্য, যাত্রীকে ট্রেনের প্রকৃত ছাড়ার সময়ের ৪৮ ঘন্টা আগে রিজার্ভেশন কাউন্টারে তার টিকিট সমর্পণ করতে হবে।