সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এখন Twitter-র CEO এলন মাস্ক নিজেই, বো’র্ড মেম্বারসের করছেন ছাঁটাই

শেষ্পর্যন্ত সমস্ত ধরনের আইনি জটিলতা শেষ করে এবার টুইটারের মালিক হয়ে উঠেছেন বিশ্বের ধনীতম ব্যবসায়ী এলন মাস্ক। কিন্তু এবার নিজের মালিকানার প্ল্যাট ফর্মের সিইও হয়ে বসেছেন তিনি নিজেই। ৪৪০০ কোটি মার্কিন ডলার দিয়ে টুইটারকে কিনে নিয়েছে এলন মাস্ক। আর ঠিক তারপরেই টুইটারের ততকালীন সিইও পরাগ আগরোয়ালকে ছাটাই করে দিয়েছেন তিনি নিজেই।

আর সেই পদে আসীন হয়েছেন তিনি নিজে। টুইটারের মালিকানা নিজের হাতে নেওয়ার পরেই এলন মাস্ক এখন একাধিক সব পরিবর্তন করতে চাইছে। ইতিমধ্যেই তিনি টুইটারের বোর্ড অফ ডিরেক্টরের সদস্যকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এবার জানা যাচ্ছে সিইও ও কোম্পানির ডিরেক্টর পদ দুটোই চালাতে চলেছেন তিনি নিজেই।

তবে এটা কিন্তু নতুন নয়, তার একাধিক কোম্পানির সিইও পদে আসীন তিনি নিজেই, সেটা টেসলা থেকে শুরু করে, স্পেস এক্স, তার ব্রেন চিপ কোম্পানি নিউরো লিঙ্ক, টানেল তৈরীর বোরিং কোম্পানি। ইতিমধ্যেই এলন মাস্ক তার কর্মীদের জানিয়েছে আগামী ৭ নভেম্বর থেকে প্ল্যাটফর্মের ভেরিফিকেশন প্রক্রিয়াকে ঢেলে সাজাবেন, আর সেই কাজ যদি সময়ের মধ্যে তারা শেষ করতে না পারতে তাহলে চাকরি থেকে ছাটাই করে দেওয়ার কথাও বলেছেন তিনি।

আরো পড়ুন: গাড়ি দু’র্ঘ’ট’না’র ক’ব’লে জনপ্রিয় অভিনেত্রী

এখানেই শেষ নয়, শুধু টুইটারের কর্মীরাই শুধু এখন চাপে নয়, যারা টুইটার ব্যবহারকারী তাদের জন্যও দারুণ এক অসুবিধার সৃষ্টি করল এলন মাস্ক। কারণ এবার থেকে টুইটারের Blue Tick নিজের একাউন্টে রাখতে গেলে দিতে হবে টাকা।

একটি মার্কিন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে টুইটারের প্রিমিয়াম সাবস্ক্রিপশনের জন্য প্রতি মাসে ১৯.৯৯ মার্কিন ডলার খরচ করতে হবে। মোট কথা ৯০ দিনের মধ্যে যদি যদি কেউ এই সাবস্ক্রিপশন না কেনে তাহলে তার একাউন্ট থেকে ব্লু টিক হাপিশ হয়ে যাবে।