সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এখন স্নাতক কো’র্সে বাধ্যতামূলক ইন্টার্নশিপ, নতুন বিজ্ঞপ্তি জা’রি করলো UGC

ইউ জি সির এবার আরেক নতুন নিয়ম সামনে এসেছে পড়ুয়াদের জন্য। আসলে তারা উচ্চশিক্ষার প্রতিষ্ঠান গুলির পড়ুয়াদের গবেষকের ভূমিকায় দেখতে যায়, আর এটা একেবারে বাধ্যতামূলক ভাবেই।

ইউ জি সির তরফ থেকে য্এ নির্দেশিকা জারি করা হয়েছে, সেখানে উল্লেখ করা রয়েছে যে স্নাতক পড়ুয়াদের গবেষণার জন্য ইন্টার্নশিপ আবেদন জানাতে হবে।

এই সিদ্ধান্ত যে আসলে ২০২০ সালের জাতীয় শিক্ষানীতি অনুসারেই নেওয়া হয়েছে সেটাও স্পষ্ট ব্যাক্ত করা হয়েছে। এবার থেকে নতুন নিয়ম অনুযায়ী এক বছরের জন্য সার্টিফিকেট দেওয়া হবে।

আরো পড়ুন: নিজের শ্রাদ্ধানুষ্ঠানে কফিনে ক’রে গিয়েছেন, বেঁচে উঠেই হার্ট অ্যা’টা’ক মহিলার, ওখানেই মৃ’ত্যু

আর বছর ২ পরেই মিলবে ডিপ্লোমা। ইন্টার্নশিপের গুরুত্ব অনেকটাই বেশী কারণ ৮-১০ সপ্তাহের ইন্টার্নশিপে পাওয়া যাবে ১০ ক্রেডিট পয়েন্ট।

এবার থেকে সব কিছুতেই পরিবর্তন তাই যদি কোনো পড়ুয়া চায় সে ডিপ্লোমা পাওয়ার পরেই পড়াশোনার ইতি টানবে, তাহলে সেটা সে সহজেই করতে পারে।

চিন্তার কোনো কারণ নেই কারণ, নির্দেশিকায় বল আহয়েছে ৮-১০ সপ্তাহের গবেষণার ইন্টার্নশিপের পরে সমস্ত পড়ুয়ারা ডিগ্রী পাওয়ার যোগ্য হবে।

ইউ জিসি বিভিন্ন ক্ষেত্রে মাঝে মাঝেই বিভিন্ন কিছু নিয়ম পরিবর্তন করে থাকে। কিছু মাস আগে তারা পি এইচ ডি করার নিয়ম কানুন বদলের ক্ষেত্রেও একটি খসড়া প্রস্তাব তৈরী করেছিল।