সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দু’র্দা’ন্ত 5G ফোন আ’ন’লো নোকিয়া, স্মার্টফোনের সঙ্গে মি’ল’ছে ফ্রি Earbuds

মোবাইলের বাজারে রমরমা চালাচ্ছে 5জি। অনেক গুলো কোম্পানীই এই চলতি বছরে 5 জি ফোন এনে ফেলেছেন বাজারে। আর তাদের সাথেই প্রতিযোগিতা করতে নোকিয়া মোবাইল কোম্পানীও নিয়ে চলে এসেছে Nokia G60 5G। এই মঙ্গলবারেই লঞ্চ হয়েছে এই নতুন ফোনটি। এই ফোনে যা ফিচারস দিচ্ছে ও যে রকম দামে সেটা সত্যিই লোভনীয়।

বলা হচ্ছে Nokia G60 5G কিনতে লাগবে 32,999 টাকা, কিন্তু নোকিয়া কোম্পানির ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে 3,000 টাকা ডিসকাউন্ট – এ। অর্থাৎ এই কোম্পানির ওয়েবসাইটে কিনলে 29,999 টাকায় এই ফোন কেনা যাবে। 8 নভেম্বর Nokia.com থেকে এই ফোন বিক্রি শুরু হবে। লঞ্চ অফারে এই ফোন কিনলে 3,599 টাকার Nokia Power Earbuds Lite সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে।

এই ফোনে Nokia G60 5G -তে চলবে Android 12 অপারেটিং সিস্টেম, থাকছে ডুয়েল সিম। এছাড়াও এই ফোনে রয়েছে 6.58 ইঞ্চি FHD+ ডিসপ্লে। এই ডিসপ্লেতে 120 Hz রিফ্রেশ রেট থাকছে। ডিসপ্লের উপরে রয়েছে Corning Gorilla Glass 5 -এর সুরক্ষা। সর্বোচ্চ 500 nits ব্রাইটনেস পাওয়া যাবে। এই ফোনে রয়েছে Snapdragon 695 চিপসেট।

আরো পড়ুন: এখন বাড়িতে বসেই পাবেন কা’স্ট সার্টিফিকেট, জানুন বি’শ’দে

সঙ্গে রয়েছে 6 GB RAM ও 128 GB স্টোরেজ। থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেট আপ। প্রাইমারি ক্যামেরায় রয়েছে 50 MP সেন্সর। সঙ্গে রয়েছে 5 MP আলট্রা ওয়াইড ক্যামেরা ও 2 MP ডেপ্ত সেন্সর। 3টি ক্যামেরার সঙ্গেই ফোনের পিছনে রয়েছে LED ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য রয়েছে 8 MP।

ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো। এই নতুন 5G ফোনে রয়েছে 4,500 mAh ব্যাটারি ও 20 W ফাস্ট চার্জ সাপোর্ট। কোম্পানির দাবি করছেন এক চার্জে 2 দিন চলবে এই ফোন। Nokia G60 5G গ্রাহকরা আগামী 3 বছর অ্যানড্রয়েড আপডেট পেয়ে যাবে। থাকছে মনো স্পিকার। বায়োমেট্রিক সুরক্ষার জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সাথে 3599 টাকার এয়ার বাড থাকছে সম্পূর্ণ বিনামূল্যে।