সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

অন্য কো’নো বাইক আর পা’ত্তা পা’বে না, বাজার মা’তা’তে আসছে Royal Enfield-র এই মডেলগুলো

বাজার কাঁপাতে আসছে আবারও রয়েল এনফিল্ড। এক গুচ্ছ নয়া মডেল পেতে চলেছি আমরা, আবারো পথ চলতে দেখা মিলবে রয়েল এনফিল্ডের। রয়েল এনফিল্ড ইতিমধ্যেই বাজারে এনেছে হান্টার ৩৫০ সুপার মিটিওর ৬৫০ কিন্তু তাতেও ক্ষান্ত নয় তাঁরা পরস্পর ৩৫০ ৪৫০ এবং ৬৫০ সিসি সেগমেন্টের বিভিন্ন মডেল আসতে চলেছে বাজারে। আসুন এবার রয়াল এনফিল্ড নতুন মডেল গুলির সাথে পরিচয় করে নেওয়া যাক এক ঝলকে।

রয়েল এনফিল্ড শটগান ৬৫০ : এটি মূলত এস জি ৬৫০ ক্রুজারের মডেলের সঙ্গে মিল রয়েছে যাতে থাকছে এয়ার অয়েল কুল্ড ইঞ্জিন।

রয়েল এনফিল্ড ৬৫০ সিসি স্ক্যামলার : এই গাড়িতে থাকছে ৬৫০ সিসি টুইন সিলিন্ডার ইঞ্জিন। এছাড়াও কয়ার স্পোক হুইল ইউএসডি ফর কেমন হাইড্রলিক শক এক কথায় এই গাড়ির ডিজাইনটি অনবদ্য।

রয়াল এনফিল্ড ৪৫০ ক্র্যাম্বলার : এই গাড়িতে থাকছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মনস্কোপ। এছাড়াও বাইকের আকর্ষণীয় দিকটি হল নতুন হিমালয়ান ৪৫০ এর ইঞ্জিন এবং প্ল্যাটফর্মও ব্যবহৃত হয়েছে।

রয়েল এনফিল্ড বুলেট ৩৫০ : গাড়িটিতে থাকছে ২০.২ বি এইচ পি শক্তি এবং ২৭nm টক উৎপন্নকারী ৪৪৬cc সিঙ্গেল সিলিন্ডার এছাড়াও এয়ার কুল ইঞ্জিন।

রয়েল এনফিল্ড হিমালয়ান ৪৫০ : সার্কুলার রিয়ার ভিউ মিরর স্লিক টার্ন সিগন্যাল স্টাবি এক্সজাস্ট বিকি ফ্রন্ট ফিল্ডার এলইডি হেড ল্যাম্প এবং কম্প্যাক্ট উইন্ড স্ক্রিন নজর কেড়েছে সকলের। এছাড়াও থাকছে বৃহত্তর ও ঢেউ খেলানো ফুয়েল ট্যাঙ্ক সহ একাধিক ফিচারস।

এই একগুচ্ছ নতুন ডিজাইনের বাইক যে বাজার কাঁপাবে তা এক প্রকার নিশ্চিত কারণ রয়্যাল এনফিল্ড গাড়ির বাজারে অনেক পুরনো এবং বিশস্ত নাম এবং তাঁর প্রেমী অনেকেই।