সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কন্যা সন্তানের বি’য়ে নিয়ে আ’র চি’ন্তা নেই! কেন্দ্র দেবে ৫১ হাজার টা’কা

কন্যা সন্তানদের উন্নতির জন্য মোদি সরকারের তরফ থেকে একাধিক প্রকল্পের শিলান্যাস করা হয়েছে। মেয়েদের পড়াশোনার পাশাপাশি তাদের বিয়ের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে রয়েছে একটি বিশেষ প্রকল্প। যেখানে মেয়েদের বিয়ের সময় 51 হাজার টাকা পর্যন্ত পাওয়া যাবে। এই ক্ষেত্রে আবেদন করার জন্য মেয়ের বয়স 18 বছর বা তার বেশি হতে হবে।

কেন্দ্রে তরফ থেকে জানানো হয়েছে মেয়ের বয়স 18 কিংবা তার বেশি এবং ছেলের বয়স 21 বছর কিংবা তার বেশি হলে তবেই এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে। পরিবারে দুজন মেয়েকে প্রকল্পের আওতায় সুবিধা দেওয়া হবে। এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি, উপজাতি এবং অনগ্রসর শ্রেণী, সংখ্যালঘু এবং সাধারণ পরিবারের মেয়েরা আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে।

এই প্রকল্পের সুবিধা নিতে হলে আবেদনকারীকে উত্তরপ্রদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে। ইউপি সরকার দ্বারা পরিচালিত এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে শাদি অনুদান যোজনা। গ্রামীণ এলাকার বাসিন্দাদের বার্ষিক আয় 46 হাজার 800 টাকার বেশি এবং শহরের এলাকার বাসিন্দাদের আয় 56 হাজার 400 টাকার বেশি হওয়া যাবে না। আবেদনকারীদের জন্য থাকতে হবে আধার কার্ড।

আবেদনকারীদের আয়ের শংসাপত্রের পাশাপাশি যে দম্পতি বিয়ে করতে চলেছেন তাদের বয়সের প্রমাণপত্র আবেদনের সময় দাখিল করতে হবে। প্রাপ্ত অনুদানের পরিমাণ সরাসরি ব্যাঙ্ক একাউন্টে ঢুকবে। এরজন্য অ্যাকাউন্টটিকে আধারের সঙ্গে লিংক করে রাখতে হবে। কন্যার বিবাহের 90 দিন আগে বা 90 দিন পরে এই টাকা তোলা যাবে। এই প্রকল্পের সুবিধা নিতে হলে shadianudan.upsdc.gov.in লিংকে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।