সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আর ডু’ব দি’তে হবে না! তীর্থযাত্রীদের উপর জল ছে’টা’বে ড্রোন, নয়া চ’ম’ক গঙ্গাসাগরে

গতবছর করোনাকালে জলে নেমে ডুব দিয়ে স্নান নিষেধ ছিল গঙ্গাসাগরে। আদালতের তরফ থেকে জারি করা হয়েছিল এই নির্দেশিকা। জেলা প্রশাসন যতটা সম্ভব তীর্থযাত্রীদের জলে নামা থেকে বিরত রাখার জন্য প্রচার চালিয়েছিল। বেশকিছু বিকল্প পথ খুঁজে বার করা হয়েছিল গঙ্গাসাগরে স্নানের ব্যবস্থা হিসেবে। এবার এক অভিনব পন্থা খুঁজে বার করেছে জেলা প্রশাসন।

গতবার ই স্নান, নদীর জল পাইপ লাইনের মাধ্যমে নিয়ে গিয়ে অস্থায়ী বাথরুম তৈরি করে স্নানের ব্যবস্থা করা হয়েছিল তীর্থ যাত্রীদের জন্য। এবার আরও একধাপ এগিয়ে ড্রোন দিয়ে আকাশপথে জল ছিটিয়ে তীর্থযাত্রীদের স্নানের ব্যবস্থা করানোর বন্দোবস্ত করেছে জেলা প্রশাসন। এখনই অভিনব চমক এবার চালু হতে চলেছে গঙ্গাসাগরে। যেখানে তীর্থযাত্রীরা পুণ্যস্নানে এলে তাদের ড্রোন দিয়ে স্নান করানোর ব্যবস্থা রাখা হয়েছে।

দক্ষিণ 24 পরগনা জেলার প্রশাসন নতুন বছরের উপহার হিসেবে এই পরিষেবা খুলে দিচ্ছে তীর্থ যাত্রীদের জন্য। প্রতিবারের মত এবারেও মেলা বসবে গঙ্গাসাগরে। ড্রোন ব্যবহার করে স্নান করানোর ব্যবস্থাতে 100 থেকে 200 জনকে এই পদ্ধতিতে স্নান করানো যাবে বলে আশাবাদী প্রশাসনিক কর্তারা।

করোনাকালে ভিড় যতদূর এড়ানোর লক্ষ্য নিয়ে এই বিকল্প উপায়ে তীর্থ যাত্রীদের স্নানের ব্যবস্থা করার কথা ভাবা হয়েছে। সঙ্গে ই স্নান বিদেশ থেকে কিট বুকিং ব্যবস্থা চালু করা হচ্ছে। বিভিন্ন দেশ থেকে ইতিমধ্যেই এই কিটের জন্য অর্ডার বুকিং আসতে শুরু করেছে।