সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বি’য়ে’র মরসুমে যতখুশি নিমন্ত্রণে “না” নবান্নের, এখন কি করবেন?

ইতিমধ্যেই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশজুড়ে। আর সেই সূত্র ধরেই বাংলাতেও করোনার তৃতীয় ঢেউ দেখা যাচ্ছে সর্বত্র।ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে করা বিধি-নিষেধ জারি করা হয়েছে, যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সামাজিক কোনো অনুষ্ঠানে 50 জনের বেশি উপস্থিত থাকা যাবে না।বিয়ে থেকে শুরু করে যে কোন সামাজিক অনুষ্ঠানে হোক না কেন, সব জায়গাতেই সরকারি নিয়ম অনুযায়ী 50 জনের বেশি উপস্থিত থাকা যাবেনা।

অবশ্যই সবাইকে করোনার নিয়মকানুন মেনেই কাজ করতে হবে, আর সেই কারণেই সবাইকেই মাস্ক-স্যানিটাইজার এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এখন শীতের মরসুম আর সেই কারণেই বিয়ের অনুষ্ঠানের একটি উপযুক্ত সময়, ঠিক এই সময়ে করোনার তৃতীয় ঢেউয়ের কারণে এত কড়াকড়ি। আগামীতে কেমন পরিস্থিতি হয় সেটা সময় বলবে। তবে আপাতত আগামী 15 জানুয়ারি পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে বিধি নিষেধ জারি করা হয়েছে। যদি দেখা যায় 22 ও 26 জনুয়ারি দুটি বিয়ের তারিখ রয়েছে, এখন আগামী 15 দিনের মধ্যে অবস্থার উন্নতি না ঘটলে, এই দুটি বিয়ের তারিখের ওপর দারুণভাবে প্রভাব পড়বে।

যদি একটু নজর করা যায়,তাহলে দেখা যাবে জানুয়ারি মাসের বিয়ের তারিখ হিসেবে ইতিমধ্যেই সমস্ত আয়োজন সম্পূর্ণের দিকে, খাওয়া-দাওয়ার অর্ডার থেকে শুরু করে নেমন্তন্ন প্রায় শেষ বললেই চলে। ঠিক এর মাঝেই করো না আর এই ধরনের উপস্থিতি অনেকটাই চাপের মধ্যে ফেলছে বিয়ে বাড়ির লোকেদের। আগামী 15 জানুয়ারির পরে রাজ্য সরকারের তরফ থেকে কি ধরনের নিয়ম জারি করা হয়, তার জটিলতা এখনই পরিষ্কার হচ্ছে না।