সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কো’নো ছাঁটাই নয়, বরং চাকরি যাওয়া কর্মীদের ব’ড়ো সু’যো’গ দে’বে TCS, জানুন বি’শ’দে

করোনা পরিস্থিতিতে লকডাউনের সময় থেকেই বিশ্বজুড়ে প্রযুক্তি সংস্থাগুলিতে মন্দা চলছে।সেই মন্দা থেকে এখনও বেরোতে পারেনি কোম্পানি গুলি।নিজেদের বাঁচাতে কোম্পানিগুলোকে অনেক কঠোর সিদ্ধান্ত নিতে হয়েছিল।যার মধ্যে অন্যতম ছিল কর্মী ছাঁটাই।সে সময়ই অনেক দেশি সংস্থা বন্ধ হয়ে গেছে,অনেক বিদেশী সংস্থা নিজেদের পাততাড়ি গুটিয়ে চলে গেছে যার যার দেশে।ফলে কর্মহারা হয়ে যায় হাজারো কর্মচারী।সেই সময়ও স্রোতের প্রতিকূল হেঁটেছিল ‘ টাটা ‘।

বর্তমানেও সেসময়ের মত ডিজিটালাইজেশনের চাহিদা অতটা বেড়ে ওঠেনি।নতুন বিনিয়োগও পাওয়া যাচ্ছে না। সেই কারণে খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে কোম্পানিগুলি। কিন্তু এর উল্টো পথে হাঁটছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস।

TCS-এর প্রধান মানবসম্পদ(HT) আধিকারিক মিলিন্দ লক্কড় জানিয়েছেন যে ‘TCS- এর কর্মী ছাঁটাইয়ের আপাতত কোনও পরিকল্পনা নেই। বিভিন্ন সংস্থা, স্টার্ট-আপ থেকে ছাঁটাই হওয়া কর্মীদের নিয়োগ করতে চান তারা। ‘

আরো খবর: পেনশনের টা’কা ড্রোনে করে এলো বাড়িতে! হ’ত’বা’ক ওড়িশার গ্রামের বাসিন্দা

টাটা কোম্পানি হলো একটি ভারতীয় বহুজাতিক গোষ্ঠি,যাদের অস্তিত্ব ইংরেজ সময়কাল থেকেই। কোম্পানিটির সদর দপ্তর মহারাষ্ট্রের মুম্বই শহরে অবস্থিত। জামশেদজি টাটা দ্বারা ১৮৬৮ সালে প্রতিষ্ঠিত সংস্থাটি বর্তমানে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে।

মিলিন্দ লক্কড় আরও জানিয়েছেন, ‘ নিজেদের বাঁচাতে অনেক সংস্থাই বাধ্য হয়েই ছাঁটাই- এর মত পদক্ষেপ নিচ্ছে। কারণ সংস্থাগুলি প্রয়োজনের চেয়েও বেশি কর্মী নিয়োগ করে ফেলেছিল। কিন্তু TCS অনেকটাই ‘সতর্ক’।

আমাদের বিশ্বাস, কোনও কর্মী TCS-এ যোগ দিলে, তাঁকে আমরা আরও দক্ষ করে তুলি এবং আয় সুনিশ্চিত করি।এটা আমাদের সংস্থার দায়িত্ব।’ সূত্রে খবর গত এক বছরে টিসিএস-এ প্রায় ২ লক্ষ কর্মী যোগ দিয়েছে যার মধ্যে ফ্রেশাররাই প্রায় ১.১৯ লক্ষ।