সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রান্নার গ্যাসের ভ’র্তু’কি নিয়ে নতুন পরিকল্পনা কেন্দ্রের, জেনে নিন কা’রা কা’রা পাবেন সাবসিডি

একদিকে জ্বালানি তেলের দাম ক্রমাগত বাড়ছে, অপরপক্ষে কেন্দ্র ভর্তুকির পরিমাণ কমাতে কমাতে একেবারে শূন্যের দিকে নামিয়ে আনতে চাইছে। সরকারের একটি আভ্যন্তরীণ মূল্যায়ন সূত্রের খবর, এবার থেকে এলপিজি সিলিন্ডার পিছু গ্রাহকদের সিলিন্ডার পিছু হাজার টাকা করে দিতে হতে পারে।

আপাতত 10 লাখ টাকা আয়ের এর নিয়ম বজায় রেখে উজ্জ্বলা যোজনার অধীনে থাকা গ্রাহকরাই কেবল সাবসিডি পাবেন বলে মনে করা হচ্ছে। বাকিদের ভর্তুকি বন্ধ করে দেওয়া হতে পারে। 2016 সালে প্রধানমন্ত্রী দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষদের জন্য উজ্জ্বলা যোজনা চালু করেছিলেন। ভারতে প্রায় 29 কোটিরও বেশি মানুষের কাছে এলপিজি কানেকশন পৌঁছে গিয়েছে এই যোজনা মারফত।

উজ্জ্বলা যোজনায় অধীনে 8.8 কোটি এলপিজি কানেকশন রয়েছে। 2022 অর্থবছরে সরকার এই যোজনার অধীনে আরও এক কোটি কানেকশন যোগ করার পরিকল্পনা নিয়েছে। করোনা অতিমারির কারণে সারা বিশ্বে যখন লকডাউন চালু করা হয়েছিল সেই সময় অপরিশোধিত তেলের দাম কমে গিয়েছিল। দামকম থাকাতে সরকার বেশ লাভবান হয়েছিল।

গত বছরের মে মাস থেকে বেশকিছু জায়গাতে এলপিজি সাবসিডি বন্ধ করে দেয় সরকার। চলতি অর্থবছরে এলপিজি সাবসিডির জন্য সরকার খরচ ধরেছে 3559 কোটি টাকা। গতবছর 24,468 কোটি টাকা খরচ ধরা হয়েছিল।