সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কো’ভি’ডে’র ম’ধ্যে আবার নতুন আ’ত’ঙ্ক, ব্রিটেনের মাথা ব্যাথার কা’র’ণ “মাঙ্কিপক্স”

করোনা নিয়ে এমনিতেই আতঙ্কিত সাধারণ মানুষ। কিভাবে এই দুর্বিসহ অধ্যায় পৃথিবীর ইতিহাস থেকে মুছে ফেলা সম্ভব? ভেবে পাচ্ছেন না বিজ্ঞানীরা। টিকা আবিষ্কার হওয়ার পরেও কার্যত করোনার হাত থেকে নিস্তার পাওয়া যাচ্ছে না। বিজ্ঞানীদের আশঙ্কা, আগামী কয়েকটা বছর বারবার ফিরে ফিরে আসবে করোনা! তবে করোনা ছাড়াও কিন্তু আরও বেশ কয়েকটি রোগের প্রাদুর্ভাব ইতিমধ্যেই বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়াতে শুরু করেছে।

ব্ল্যাক ফাঙ্গাস, হোয়াইট ফাঙ্গাস, বার্ড ফ্লুয়ের পর এখন আবার চোখ রাঙাচ্ছে মাঙ্কি পক্স! তবে ভারতে নয়, মাঙ্কি পক্সের প্রাদুর্ভাব ঘটছে ব্রিটেনে। চিকিৎসা বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই রোগ আসলে প্রাণী থেকে মানুষের শরীরে ছড়ায়। তবে আশার কথা, এই রোগের সংক্রমণের মাত্রা অন্যান্য রোগের তুলনায় কিছুটা কম। তবুও নতুন রোগটিকে নিয়ে চিন্তিত সাধারণ মানুষ।

ব্রিটেনের স্বাস্থ্যসচিব ম্যাট হ্যানকক জানালেন, উত্তর ওয়েলসে ইতিমধ্যেই ২ জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ভাইরাসের সংক্রমণ অনেকটা গুটিবসন্তের সংক্রমনের মত। ২০১৭ সালে নাইজেরিয়াতে প্রথম এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। শরীরে ভাইরাসের সংক্রমনের ঠিক ১২ দিনের মাথায় রোগ লক্ষণ ধরা পড়ে।

মাথাব্যথা, পেশিতে ব্যথা এবং ক্লান্তি ভাব এই রোগের অন্যতম উপসর্গ। ৩ দিন পর থেকে দেহে র‌্যাশ বেরোতে শুরু করে এবং তা গোটা শরীরে ছড়িয়ে পড়ে। সেইসঙ্গে শুরু হয় প্রবল চুলকানি। ২-৪ সপ্তাহ ক্লান্তি ভাব থাকে। কাঠবিড়ালি, দুই প্রজাতির ইঁদুর কার্যত এই রোগের বাহক। এই রোগের সঙ্গে মোকাবিলা করার নির্দিষ্ট কোনো ওষুধ নেই। তবে গুটিবসন্তের টিকা সিডোফোভির, এসটি-২৪৬ এবং ভ্যাকসিনিয়া ইমিউন গ্লোবিউলিন রোগের বিরুদ্ধে চিকিৎসার অস্ত্র হিসেবে কাজ করে।