সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

DA নিয়ে নবান্ন অভিযান হবেই! অনুমতি হাইকোর্টের, ক’বে হবে মিছিল?

যত দিন যাচ্ছে রাজ্যের ডিএ কর্মচারীদের আন্দোলন আরও তীব্র হচ্ছে। এবার কিছু বিশেষ শর্তে আগামী ৪ মে রাজ্যের কো-অর্ডিনেশন কমিটির মিছিলের পক্ষে রায় দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। মিছিলের রুটে কিছু বদল আনা হয়েছে। মিছিলটি শুরু হবে হাওড়া ফেরিঘাট থেকে। এরপর বঙ্কিম সেতু , মহাত্মা গান্ধি রোড হয়ে হাওড়া ময়দানে এসে শেষ হবে।

দুপুর ২:৩০ টা থেকে ৪:৩০ টা পর্যন্ত চলবে মিছিল। রাজ্যের তরফে এই মিছিল আটকানের যথেষ্ট চেষ্টা করা হয়। এমনকি আদালতে আবেদনও করা হয় যাতে এই মিছিলের ছাড়পত্র না মেলে।

তাই উদ্দেশ্যে বিচারপতি রাজাশেখর মান্থা প্রশ্ন করেন, “যে বিধিনিষেধের কথা আপনারা এত করে বলছেন তা রাজ্যের শাসক দলের ক্ষেত্রে একই ভাবে প্রযোজ্য তো? রেড রোড বন্ধ করে যখন কর্মসূচি হয়, মিছিল হয়, তখন পুলিশের কি কোন অসুবিধা হয় না?”

তিনি আরও বলেন, “কিছু দল গোটা কলকাতা স্তব্ধ করে মিছিল করে । আমি শাসক দলের কথা বলছি না। মানুষ পরিবার নিয়ে রাস্তায় বেরোতে চাইলেও পারে না! তখন পুলিশের অসুবিধা হয় না ?”

আরো খবর: ধে’য়ে আসছে প্র’ব’ল ঘূর্ণাবর্ত, আবহাওয়া পূর্বাভাস নিয়ে কি বললেন মমতা?

প্রসঙ্গত, শহিদ মিনারে বকেয়া ডিএ-এর দাবিতে বিগত কয়েক মাস ধরে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মীরা।বকেয়া ডিএ’র দাবিতে গত ২০ ও ২১ ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ (চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন)।

২৮ ফেব্রুয়রি দুই ঘণ্টার কর্মবিরতিও পালন করেছিলেন সরকারি কর্মচারীরা। এছাড়া, গত ১০ই মার্চ বকেয়া ডিএ-র দাবিতে আবারও রাজ্যজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিল ৩৬টি সরকারি কর্মচারি সংগঠনের যৌথ মঞ্চ।

সরকারি কর্মীদের বক্তব্য অনুসারে যতদিন না ডিএ বাড়ানো হচ্ছে ততদিন এই আন্দোলন চলবে। এমনকি , ডি এ-র দাবিতে দিল্লিতে গিয়েও গত ১০ এপ্রিল ধর্নায় বসেন রাজ্যের সরকারি কর্মচারীরা।