সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ধে’য়ে আসছে প্র’ব’ল ঘূর্ণাবর্ত, আবহাওয়া পূর্বাভাস নিয়ে কি বললেন মমতা?

চলতি মে মাসেই এই বছরের প্রথম ঘূর্ণিঝড়ের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দফতর। আগামী ১০ মে’র আশপাশে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মোচা তৈরি হতে পারে বলে জানা যাচ্ছে। পশ্চিমবঙ্গ, ওড়িশা উপকূলে এবং বাংলাদেশেও সতর্কতা জারি করা হয়েছে। চলতি সপ্তাহের শেষ দিকে ঘুর্নিঝড় তৈরির প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে। এই ঝড়ের অভিমুখ হবে বাংলাদেশ ও মায়ানমার উপকূলের দিকে।

আমেরিকার গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম বা জিএফএস এবং ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্ট বা ইসিএমডব্লিউএফ এই ঘুর্নিঝড় সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছে। এতে বলা হয়েছে মে মাসের দ্বিতীয় সপ্তাহে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে বাংলাদেশ বা মায়ানমার উপকূলে।

আগামী ৬ থেকে ৭ মে-র মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিম দিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ৮ থেকে ৯ মে-এর মধ্যে এটি শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে ।

আরো খবর: আজ বুধবার, জানুন জ্যোতিষ মতে দিনটি কেমন কা’ট’বে, দেখুন রাশিফল (03.05.2023)

এরপর ১০ থেকে ১২ মের মধ্যে এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নেবে যা ১৪ মে থেকে ১৭ মে-র মধ্যে বাংলাদেশের চট্টগ্রাম থেকে মায়ানমারের রাখাইন কুলের মাঝামাঝি কোন স্থানে আছড়ে পড়বে। ঝড়ের গতিবেগ অনুমান করা হয়েছে প্রতি ঘণ্টায় প্রায় দেড়শো কিলোমিটার।

ইতিমধ্যেই এই ঘুর্নিঝড় মোকাবিলায় প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গিয়েছে। গতকাল , মঙ্গলবার এই নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।

পশ্চিমবঙ্গেও প্রস্তুতি তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন, “এ বছর প্রচুর বৃষ্টির সম্ভবনা রয়েছে। তোমরা তোমাদের এলাকাতেই থেকো। সবসময় সতর্ক থাকবে।”