সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

খেলরত্ন থেকে না’ম কেঁ’টে’ছে, এবার অন্য একটি জা’য়’গা থেকেও রাজীব গান্ধীর না’ম ও’ঠা’নো’র দা’বি উ’ঠ’লো

প্রাক্তন প্রধান মন্ত্রী তথা কংগ্রেস দলের নেতা রাজীব গান্ধীর নাম দেশের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কারের নামের আগে থেকে ছেঁটে ফেলা হয়েছে। এই নিয়ে বিগত কয়েকদিন ধরে উত্তাল হয়ে রয়েছে দেশের রাজনীতি। বিতর্কে মাঝে আবার শোনা যাচ্ছে এবার আরও একটি জায়গা থেকে রাজীব গান্ধীর নাম ছেঁটে ফেলা হবে। কর্নাটকের নাগরহোলে অবস্থিত জাতীয় উদ্যানেরও নাম বদল করা হবে বলে জানা যাচ্ছে। যা নিয়ে আবারও উত্তাল হয়ে উঠেছে রাজনীতি।

১৯৮৮ সালে রাজীব গান্ধীর শাসন চলাকালীন এই জাতীয় উদ্যানটির নাম রাখা হয়। কোডাগু জেলার বাসিন্দা বিনয় কায়াপান্ডা শুক্রবার Change.org- এ একটি অনলাইন ক্যাম্পেইন শুরু করেছেন জাতীয় উদ্যানের নাম বদল নিয়ে। ৭৫০০ স্বাক্ষর সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছিলেন তিনি। যার মধ্যে ইতিমধ্যেই ৫২০০টি স্বাক্ষর জমা পড়ে গিয়েছে। আন্দোলনকারীদের দাবি, একটি বিশেষ রাজনৈতিক দলকে খুশি করার উদ্দেশ্যে এমন নামকরণ করা হয়েছিল।

উল্লেখ্য, ১৯৮৮ সালে রাজীব গান্ধীর শাসন চলাকালীন পার্কটি নাগরহোল জাতীয় উদ্যানের নামটি রাজীব গান্ধীর নামে রাখা হলেও সেই উদ্যানটিকে নাগরহোল জাতীয় উদ্যান হিসেবেই এতদিন চিনেছেন সকলের। বোর্ড এবং সরকারের আদেশে নাম পরিবর্তন করা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর প্রথম মেজর কোদানদের মাদাপ্পা ক্যারিয়াপ্পার নামেই এই জাতীয় উদ্যানের নামকরণ করা হবে বলে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী,স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক এবং কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইকে ট্যাগ করে সোশ্যাল মিডিয়ায় আবেদন জানাচ্ছেন আবেদনকারীরা। এখন এই নিয়ে কেন্দ্রীয় সরকার পরবর্তী দিনে কি সিদ্ধান্ত গ্রহণ করে, তা জানতে উৎসুক রাজনৈতিক মহল।