সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

“মাস্ক পরে ম’দ খান?”, ব্যা’প’ক ট্রো’লে’র শি’কা’র দেবাংশু

রাজ্যে সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে জারি হয়েছে কঠোর বিধিনিষেধ। প্রথমেই বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল কলেজ। তেসরা জানুয়ারি থেকে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, বন্ধ জিম এবং সুইমিংপুল। অথচ রাত দশটা পর্যন্ত পানশালা, রেস্তোরাঁ, সিনেমা হল খোলা রয়েছে। স্বভাবতই এই নিয়ে চরম বিতর্ক দানা বেঁধেছে সাধারণের মনে। নেটিজেনদের একাংশের আপত্তির পরিপ্রেক্ষিতে জবাব দিতে গিয়ে কার্যত চরম ট্রোলের শিকার হলেন তৃণমূলের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য।

সম্প্রতি দেবাংশু তার নিজের ফেসবুক পেজে স্কুল-কলেজ বন্ধ নিয়ে কিছু মানুষের আপত্তির পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের পক্ষ নিয়ে কথা বলেছিলেন। তার দাবি যারা মদের দোকানে যাচ্ছেন তারা সকলেই 18 ঊর্ধ্ব। ভ্যাকসিনের দুটির মধ্যে যেকোনো একটি ডোজ তাদের নেওয়া হয়েছে। এদিকে স্কুল-কলেজের পড়ুয়ারা কেউ এখনো পর্যন্ত ভ্যাকসিন পাননি।

 

তৃণমূল নেতার এই পোষ্টের নিচে নেটিজেনদের মন্তব্যের বন্যা বয়ে যায়। জনৈক নেটিজেন প্রশ্ন তোলেন মদের দোকান খোলা রয়েছে তাহলে জিম কেন বন্ধ? উত্তরে দেবাংশুর পাল্টা প্রশ্ন মাস্ক পরে আপনি জিম করতে পারবেন? তবে দমে যাওয়ার পাত্র নন নেটিজেনরাও। দেবাংশুকেই পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন, মাস্ক করে মদ খেতে পারবেন তো?

এভাবেই উত্তর পাল্টা উত্তরে উত্তপ্ত হয়ে উঠল সোশ্যাল মিডিয়া। তবে দেবাংশু সমস্ত ট্রোলের জবাব দিয়েছেন। তিনি বলেন এমন প্রশ্নের খুব বেশি উত্তর তার জানা নেই। সিপিআইএম এবং বিজেপি নেতাদের উল্লেখ করে তিনি বলেন তারা কখনোই মদের দোকানে দাঁড়িয়ে মদ খান না। বাড়িতে নিয়ে চলে আসেন। এদিকে জিমে ফ্লুইড ট্রান্সফার হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং একই মেশিন অনেকে ব্যবহার করেন।