সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

থাকতে হবে বাবার সঙ্গেই! শুনতেই বাবার হাত ছা’ড়ি’য়ে দৌড় শিশুর, এরপর যা হলো আদালতে

দীর্ঘদিন থেকেই মুম্বাই আদালতে একটি মামলা চলছিল মাতৃহারা একটি শিশুর লালন-পালনের দায়িত্ব কে নেবে সেটা নিয়েই। একদিকে ছিলেন শিশুটির বাবা অপরদিকে শিশুটির মামারবাড়ির আত্মীয়স্বজন— দাদু, দিদিমা, মামা। শিশুটির বাবা মামলাটিতে জয়লাভ করে ও শিশুটির দায়িত্বভার নেন।কিন্তু শিশুটি চাইছিল তার মামার বাড়ির লোকেদের সাথে থাকতে।

আদালতের রায় অনুযায়ী শিশুটির বাবা তাকে সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করতেই সে বাবার হাত ছাড়িয়ে ছুট লাগায় আদালত চত্বরের অন্য দিকে দাঁড়িয়ে থাকা দাদু-দিদা, মৃতা মায়ের আত্মীয়দের দিকে। সূত্রে খবর শিশুটির বয়স ১১।তিন বছর আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে তার মা মারা যায়।এরপর থেকেই শিশুটির দায়িত্ব কে নেবে, তা নিয়ে শুরু হয় মামলা।

প্রথমে হাই কোর্ট তার পর সুপ্রিম কোর্টে মামলা চলে। দুবারই শিশুটির দায়িত্ব বাবাই পায়। আদালতের নির্দেশ অমান্য করে শিশুটিকে নিজেদের কাছেই রেখে দেন মামার বাড়ির লোকেরা।ফলে বম্বে হাই কোর্টে আবার একটি মামলা করেন শিশুটির বাবা।

আরো খবর: নোটার থেকেও কম ভোট পেয়েছে তৃণমূল! ত্রিপুরার মাটিতে ধূলিসাৎ বাংলার শা’স’ক দল

মঙ্গলবার সেই মামলারই শুনানির পরেই শিশুটি বাবার হাত ছাড়িয়ে পালিয়ে যাওয়ার ঘটনা ঘিরে আদালত চত্বরেই তীব্র শোরগোল পরে যায়। ফলে আবার বিচার শুরু হয়। আবারও আদালত শিশুটির বাবার কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেয় ।

শিশুটির মামারবাড়ির সদস্যদের নির্দেশ দেওয়া হয় যাতে তারা মুম্বইয়ের কস্তুরবা মার্গ থানায় শিশুটির দায়িত্ব হস্তান্তর করে দেয়।আদালতের শুনানি কক্ষের বাইরের এই ঘটনা নাটকীয়তায় হার মানাবে বহু সিনেমার টানটান মুহূর্তের উত্তেজনাকেও। এমনটাই বলেছেন প্রত্যক্ষদর্শীরা।