সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

নিজের দল তৃণমূলকেই আনফলো করলেন সাংসদ মহুয়া

বাংলার রাজনৈতিক মহলে মহুয়া মৈত্রের একটি মন্তব্য ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। তিনি বলছিলেন ‘মা কালী আমার কাছে মাংস খাওয়া দেবী’। এই বিতর্কের রাজনৈতিক ফায়দা যাতে বিজেপি না তুলতে পারে তার জন্য দল মহুয়া মৈত্রের থেকে দূরত্ব তৈরি করেছে ।

মহুয়া মৈত্র এই আবহে এবার তৃণমূল কংগ্রেসের টুইটার অ্যাকাউন্টকে ‘আনফলো’ করলেন । তবে মহুয়া এখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইটারে ‘ফলো’ করছেন।

মঙ্গলার তৃণমূলের তরফে টুইটবার্তায় বলা হয়, ‘ইন্ডিয়া টুডে কনক্লেভ ইস্টে মহুয়া মৈত্র যে মতামত প্রকাশ করেছেন, তা সম্পূর্ণভাবে তাঁর ব্যক্তিগত মত। কোনওরকমভাবে সেই মন্তব্যকে সমর্থন করে না দল।

আরো পড়ুন: রান্নার গ্যা’স কিনতে কালঘাম ছু’ট’ছে জনতার, দা’ম বাড়লো ৫০ টা’কা

এরকম মন্তব্যের তীব্র নিন্দা করছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস।’ মহুয়া মৈত্র এর আগেও দলের অন্দরে সমালোচনার মুখে পড়তে হয়েছে। সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর দলের অনেকেই তাঁর সঙ্গে সমহত পোষণ করেননি।

প্রশাসনিক বৈঠকে তাঁকে সতর্ক করেছিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। এই আবহে মহুয়ার ‘কালী’ পোস্টার বিতর্কের আবহে দলের সঙ্গে দূরত্ব তৈরি হল।