সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মহিলাদের তুলনায় পুরুষদের বে’শি কামড়ায় মশারা! আছে অ’বা’ক ক’রা কারণ

শহর হোক বা গ্রাম, যতই উন্নত প্রযুক্তির উদ্ভাবন হোক না কেন মশাদের কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। একটা বিষয় দেখলে বেশ অবাক হতে হয় যে সকল মানুষকে মশা সমান ভাবে কামড়ায় না।

কিছু কিছু মানুষকে মশা বেশি আক্রমণ করে। এই নিয়ে বিস্তর গবেষণা করে কিছু অদ্ভুত তথ্য জানতে পেরেছেন গবেষকরা। সেই তথ্য তারা তুলে ধরেছেন সকলের সামনে।

গবেষকরা জানাচ্ছেন ‌ মশা কার্যত সামাজিক লিঙ্গ ভেদাভেদে কামড়ায়। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে মহিলাদের তুলনায় পুরুষদের মশা কামড়ানোর সম্ভাবনা বেশি।

আরো পড়ুন: এই মুহূর্তে সবথেকে ব’ড়ো খবর, জানুন শীঘ্রই

গবেষকরা দাবি করেছেন মশার কামড়ে সঙ্গে রক্তের মিষ্টতার সম্পর্ক নেই কোনও। পুরুষেরা ঘনঘন মশার কামড়ের শিকার হন শরীরের আকারের কারণে। বড়ো চেহারার ব্যক্তিদের মশা বেশি আকর্ষণ করে।

বড়ো চেহারার মানুষেরা স্বাভাবিকভাবেই বেশি পরিমাণ এর আপেক্ষিক তাপ এবং কার্বন ডাই-অক্সাইড নির্গত করেন। মশা সেই দিকে আকৃষ্ট হয়। গর্ভবতী মহিলাদের দ্বিগুণ বেশি মশা কামড়ায়।

পুরুষ এবং স্ত্রী মশার মধ্যে কেবল স্ত্রী মশা কামড়াতে পারে। স্ত্রী মশা মানবদেহে রক্ত থেকে প্রোটিন বের করে ডিম বাড়াতে সাহায্য করে। এই প্রোটিন মশাদের ডিমের দ্রুত বিকাশ ঘটায়।