সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

এক ধাক্কায় অনেকটা ক’ম’লো ডালের দা’ম, মধ্যবিত্তদের কিছুটা মি’ল’লো স্ব’স্তি, জেনে নিন

পেট্রোল-ডিজেলের পর এবার সস্তা হচ্ছে নিত্য প্রয়োজনীয় ডাল সামগ্রীর দাম। পেট্রোপণ্যের দামের শুল্ক হার কমিয়ে সাধারণের সাশ্রয় করেছে কেন্দ্রীয় সরকার। জ্বালানি তেল ছাড়া রান্নার জন্য প্রয়োজনীয় তেল এবং ডাল সামগ্রীর দাম বেড়েছে। জ্বালানি তেল এবং রান্নার জন্য প্রয়োজনীয় সরষের তেলের দাম কমার পর এবার ডালের দাম কমানোর পথে এগোচ্ছে কেন্দ্রীয় সরকার।

বিগত কয়েকদিনের অড়হড় ডাল এর দাম বেড়েছে। কেজি প্রতি 95 থেকে 100 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে এবার এক ধাক্কায় বেশ খানিকটা দাম কমেছে ডালের। কেজিপ্রতি 72 থেকে 75 টাকা দরে বিক্রি হচ্ছে অড়হড় ডাল। বর্তমানে মধ্যপ্রদেশ মহারাষ্ট্র থেকে ডালের যোগান ভালো আসছে তাই আপাতত যোগান বৃদ্ধি পাওয়াতে ডালের দাম কমেছে।

বর্তমানে পাইকারি বাজারে ডালের দাম অনেকটাই কম। পাইকারি বাজারে দাম কমে যাওয়াতে স্বভাবতই খুচরা বাজারে ডালের দাম কমেছে। মহামারী পরবর্তী সময় থেকে কার্যত সাধারণ মানুষের পকেটে টান পড়তে শুরু করেছে। একদিকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, অপরদিকে উপার্জনে পড়ছে টান।

মধ্যপ্রদেশ মহারাষ্ট্র থেকে অড়হড় ডাল বেশি পরিমাণে আমদানি হওয়ার কারণে অবশেষে এই ডালের দাম কমছে। উত্তরপ্রদেশে সরষে তেলের দাম লিটার প্রতি 5 টাকা থেকে শুরু করে 10 টাকা পর্যন্ত কমে গিয়েছে। নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম কমে সাধারণের মাথার উপর থেকে মূল্যবৃদ্ধির বোঝা কিছুটা হলেও হালকা হয়েছে।