সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশজুড়ে অর্ধেকের বেশি লেনদেন হবে UPI-র মা’ধ্য’মে! তবে কি ক্যাশ টা’কা’র কারবার মুছে যাবে?

ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা UPI হল একটি রিয়েল-টাইম অর্থপ্রদান ব্যবস্থা।এটিকে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) তৈরি করেছিল। এর মাধ্যমে আন্তঃব্যাংক পিয়ার-টু-পিয়ার (P2P) এবং ব্যক্তি-থেকে-মার্চেন্ট (P2M) লেনদেন করা যায়। এটি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) দ্বারা নিয়ন্ত্রিত। একটি মোবাইল প্ল্যাটফর্মে দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে মুহূর্তের মধ্যে টাকা স্থানান্তর করা যায় UPI – এর মাধ্যমে৷

ভারতে UPI পেমেন্টের জনপ্রিয়তা উত্তরোত্তর বেড়েই চলেছে। দেশ তথা সমগ্র বিশ্বে ডিজিটাল পেমেন্টের সংজ্ঞা বদলে দিয়েছে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (UPI)। শুধুমাত্র একটা QR কোড স্ক্যান করে মুহূর্তে পেমেন্ট করা সম্ভব।পেমেন্ট করার সঙ্গে সঙ্গে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে টাকা চলে যায়।

আগে UPI এর মাধ্যমে পেমেন্টের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকতে হত।কিন্তু এখন ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ডের মাধ্যমেও UPI পেমেন্ট করা সম্ভব।মার্চেন্টের UPI QR কোড স্ক্যান করে কার্ডের মাধ্যমে UPI পেমেন্ট করতে পারবেন সকলেই।

আরো খবর: বিজেপিতে ফি’র’তে চাইছেন একদা মমতার ঘনিষ্ঠ সোনালী, কি বললেন তিনি?

যদি মার্চেন্ট- এর রেজিস্ট্রেশন না থাকলে,তাহলে কার্ডের মাধ্যমে UPI পেমেন্ট করা যাবে না। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে আগামী ৩ বছরের মধ্যে অর্থাৎ FY26-এর মধ্যেই ভারতের গৃহস্থালিবাবদ মোট খরচ ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার পেরিয়ে যাবে।

এবং এত বিপুল পরিমাণ টাকার প্রায় অর্ধেকই UPI এর মাধ্যমে লেনদেন করা হবে । অর্থাৎ দেশের মোট অর্থ ব্যবস্থার ৫০%-ই হয়ে যাবে ক্যাশলেস বা নগদহীন। আর্থিক বিশেষজ্ঞ সৌরভ ত্রেহান এই রিপোর্টে সিলমোহর দিয়েছেন।