সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

হাজারদুয়ারী মিউজিয়াম দেখতে হ’লে এবার টা’কা খরচ করতে হবে, ফ্রি এন্ট্রি-র দিন শে’ষ

সুখের দিন শেষ, কারণ এবার হাজারদুয়ারিতে প্রবেশ করতে হলেই কাটতে হবে টিকিট। ইচ্ছে করুক বা নাই করুক, হাজারদুয়ারি চত্বরে ঢুকতে গেলেই আপনাকে এখন থেকে ২০ টাকার টিকিট কাটতে হবে। আগে কেবলমাত্র মিউজিয়ামে প্রবেশ করার স্বার্থেই টিকিট কাটতে হতো, এমনি হাজারদুয়ারির চত্বরে ছবি তুলতে আড্ডা মারতে এমনকি সামনের মাঠে বসে থাকতে হলে কোনো টাকা দিতে হতো না।

কিন্তু এবার নিয়মে এক বড় বদল আনা হয়েছে, যার কারণে দারুণ ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। আগে যখন মন চাইতো হাজারদুয়ারির গেট দিয়ে ঢুকে, তার সামনের মাঠে কিংবা আশেপাশের চত্বরে আড্ডা মারা যেত বসে গল্প গুজব করা যেত কিন্তু সেসব এখন অতীত। হাজারদুয়ারি কর্তৃপক্ষ এবার এই অবাধ প্রবেশে রাশ টানলো।

এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইমাম বাড়াতে প্রবেশ করার জন্য হাজারদুয়ারি চত্বর দিয়েই যেতে হয়। ইমাম বাড়াতে অনেকেই উপাসনা করতে যান, তাহলে কি এখন উপাসনা করতে হলেও টিকিট কাটতে হবে? অবশ্য হাজারদুয়ারি কর্তৃপক্ষ জানিয়েছেন, উপাসনা করতে যাওয়ার বিষয়টা একেবারেই ভিন্ন। এখন প্রশ্নটা হল কারা উপাসনার জন্য প্রবেশ করছেন? আর কারা চত্বরে ঘোরার জন্য প্রবেশ করছেন? এই দুইয়ের সন্ধান করবে কে?

আরো পড়ুন: এখন থেকে পোষ্যর না’ম নথিভুক্ত করতেই হবে, না হ’লে জ’রি’মা’না হবে ১০ হাজার টা’কা

এই নতুন নিয়মে স্থানীয়দের অনেকেই অনেক মন্তব্য পোষণ করছে। অনেকে মনে করছেন পর্যটকদের ভিড় কমে যাবে এই নিয়মে। অনেকে আবার বলছে হাজারদুয়ারি চত্বরে জটিলতা সৃষ্টি করার জন্যই এই নিয়ম জারি করা হয়েছে।

এদিকে আবার একজন বলছে অনেক পর্যটক রয়েছে যারা কিনা মাঠে বসে দূর থেকে হাজারদুয়ারির শোভা উপভোগ করতো। আর সেই কারণেই তাদের উপর নির্ভর করে অনেকে জীবিকা নির্বাহ করত। এখন তাদের জীবিকতে টান পড়বে বলে মনে করা হচ্ছে।