সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেশের অর্ধেকের বেশি মানুষ ড’ব’ল টি’কা নিলেও কেন বাড়ছে সং’ক্র’ম’ণ?

ইতিমধ্যেই আগের তুলনায় দেশের অনেক মানুষ তাদের জোড়া টিকা নেওয়া সম্পন্ন করেছে, কিন্তু তাও কেনো দেশে বৃদ্ধি পাচ্ছে করোনা সংক্রমণ? এখনও পর্যন্ত ১৫০ কোটি ডোজ দেওয়া হয়েছে দেশে, তার মধ্যেপ্রায় ৬৩ কোটি মানুষ জোড়া টিকা নিয়েছেন। কিন্তু দিনের পর দিন করোনার নতুন নতুন ঢেউ এসেই চলেছে দেশে, কিন্তু কেনো? বিশেষজ্ঞরা এই নিয়ে জানিয়েছেন, সংক্রমণ বৃদ্ধির রয়েছে বিভিন্ন কারণ। যার মধ্যে প্রথম কারণ হল করোনা সময়ের সাথে সাথে তার রূপের বদল ঘটাচ্ছে। বর্তমানের যে রূপ তার, সেটা ওমিক্রণ।

নতুন বছরে নতুন ভাবে আক্রমণ করছে করোনা, স্বাভাবিকভাবেই এখন উৎসবের মরশুম, মানুষ কিছুটা হলেও এখন লাগাম ছাড়া। আর সেই কারণেই মানুষকে দ্রুত আক্রমণ করছে করোনার নতুন স্ট্রেইন ওমিক্রণ। আমরা অনেকেই মনে করছি টিকা নিলেই হয়ত আর হবে না করোনা। কিন্তু এটা ভুল ধারণা। বিশেষজ্ঞরা আগেই জানিয়েছেন, করোনা টিকা মানুষের দেহে কেবলমাত্র ইমিউন পাওয়ারকে বৃদ্ধি করতেই সাহায্য করবে, যাতে করোনা মানুষের দেহে বেশী বাড়াবাড়ি কিছু করতে না পারে।

বিশেষজ্ঞের দল মনে করছেন সেই করোনা ডোজ এখনও কাজ করে চলেছে মানুষের দেহে, ওমিক্রণ হল সবথেকে বেশী সংক্রামক। অনেক বেশী ভাইরাস ঢুকছে দেহে, যার কারণেই মানুষ দ্রুত সক্রামিত হয়ে যাচ্ছে। যারা টিকা নিচ্ছে তাদের দেহে উপসর্গ খুবই কম দেখা যাচ্ছে। তাই এই ধারণাটা ভুল যে টিকা নিলে হয়ত আর করোনা হবে না। বরং করোনা যাতে খুব বাড়াবাড়ি না করে সেটা ঠেকানো যাবে।