সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

লোকাল ট্রেন চলাচল ও ল’ক’ডা’উ’ন নিয়ে সোমবার চূ’ড়া’ন্ত সি’দ্ধা’ন্ত হতে পারে!

ওমিক্রন আতঙ্কের মধ্যে গত কয়েকদিনে রাজ্যে লাফিয়ে বেড়েছে সংক্রমণ। গত ২৫ ডিসেম্বর স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে ৫৫২ জন করোনা আক্রান্তের হদিশ মিলেছে। ৩১ ডিসেম্বরের বুলেটিনে সেই সংখ্যাটা বেড়ে ৩,৫০০-এর কাছে পৌঁছে গিয়েছে। কলকাতায় তো অবস্থা রীতিমতো খারাপ।

শুক্রবারের বুলেটিন অনুযায়ী, শুধু কলকাতায় ১,৯৫৪ জন আক্রান্তের হদিশ মিলেছে।এখন ফের কি হতে পারে লকডাউন? এই প্রশ্নই ঘুরপাক করছে সকলের মুখে মুখে। কারণ এই বর্ষবরণের পূর্বে কয়েকদিন যে হারে করোনা সংক্রমণ ছড়িয়েছে, তাতে করে আবার লকডাউনের আশঙ্কা করছে বঙ্গবাসী।

তবে কি আবার বন্ধ হতে পারে লোকাল ট্রেন? এবিষয়ে নবান্ন সূত্রে খবর পাওয়া গিয়েছে, লোকাল ট্রেনের বিষয়ে সোমবার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। সেইসঙ্গে জিম, রেস্তোরাঁ, বার ইত্যাদিও আবারও বন্ধ হতে পারে। জারি হতে পারে কড়া বিধিনিষেধ।

ফিরতে পারে আবারও কন্টেইনমেন্ট জোন। এখনও অবধি বলা যাচ্ছে না, বাংলায় ঠিক কতোটা এবং কিভাবে বিধি নিষেধ আরোপ করা হবে। তবে করোনার সংক্রমণ আবারও যেহারে বাড়তে শুরু করেছে, তাতে করে কড়া বিধি নিষেধের একটা বেড়াজাল যে তৈরি হতে চলেছে, তা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে।

মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই গঙ্গাসাগর মেলা থেকে বলেছিলেন, ‘ছোট ছোট কন্টেইনমেন্ট জোন করা হতে পারে। তবে এবার বাংলায় পুরোপুরি কিছুই বন্ধ রাখা হবে না। লোকাল ট্রেনেই বেশি ছড়াচ্ছে করোনা। তবে গঙ্গাসাগরটা গেলে, এটা নিয়ে ভাবা হবে। কারণ, দর্শনার্থীদের বেশিরভাগই ট্রেনে করেই এখানে আসেন’।