সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বহু মূল্যবান সা’ম’গ্রী নিয়ে দেশে ফিরেছেন মোদি, কি কি রয়েছে তালিকায়?

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সফর সেরে ভারতে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে তিনি কিন্তু খালি হাতে ফেরেননি। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নিজের হাতে তিনি ফিরিয়ে এনেছেন ভারতের সম্পদ। এ সম্পদ একসময় চোরা পাচারকারীদের হাতে বিদেশের বাজারে পাচার হয়ে গিয়েছিল। ভারতের এমন ১৫৭ টি অমূল্য শিল্প সামগ্রী পড়ে ছিল আমেরিকাতে। প্রধানমন্ত্রী সেগুলিকে আবার দেশে ফিরিয়ে এনেছেন।

বহু বছরের পুরনো এই অমূল্য শিল্পসামগ্রীর দিকে চোখ পড়লে আর চোখ ফেরানো যায় না। মোদি যে শিল্প সামগ্রীগুলিকে ফিরিয়ে এনেছেন তার জন্ম হয়েছিল প্রায় ১১ থেকে ১৪ দশকের মধ্যে। এমন ৮৪টি শিল্প সামগ্রী রয়েছে এই সম্ভারে। এছাড়াও এর মধ্যে রয়েছে সাড়ে ৮ সেন্টিমিটার লম্বা একটি ব্রোঞ্জের নটরাজের মূর্তি। এই মূর্তিটিকে বানানো হয়েছিল ১০ শতকে।

বহু হিন্দু, বৌদ্ধ এবং জৈন প্রত্নতাত্ত্বিক মূর্তি রয়েছে এই উদ্ধার হওয়া ভারতীয় সম্পদের মধ্যে। তিন মাথা বিশিষ্ট ব্রহ্মা, নৃত্যরত গণেশ, রথো যাত্রী সূর্য, প্রার্থনারত বোধিসত্ত্বের মূর্তিও রয়েছে এরমধ্যে। এছাড়াও প্রায় ৫৬ টি টেরাকোটার মূল্যবান সামগ্রী রয়েছে এই তালিকায়। ২০০০ খ্রিষ্টপূর্বাব্দে ব্যবহৃত তামার তৈজসপত্র, বিরল নন্দীর মূর্তিও পাওয়া গিয়েছে এর মধ্যে। পঞ্চদশ শতাব্দী তিন তীর্থঙ্করের পাশাপাশি বসা একটি মূর্তিও ফিরিয়ে এনেছেন নরেন্দ্র মোদি।

শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের পৃষ্ঠপোষক ভারতবর্ষ। এখানে হাজার হাজার বছর ধরে এমনই সব বহুমূল্য সম্পদ বানিয়েছেন আমাদের পূর্বপুরুষেরা। তবে কিছু লোভী চোরাকারবারি ভারতের এই অমূল্য সম্পদ সামান্য কিছু অর্থের বিনিময়ে দিনের পর দিন বিদেশের বাজারে পাচার করে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে তার কিছুটা অংশ আবার ভারতে ফিরিয়ে আনা সম্ভব হল। এখন সেগুলিকে সংরক্ষণের কাজ করছে কেন্দ্র।