সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

আধুনিক প্রযুক্তি, বি’প’দে পড়লেই সিগন্যাল পা’ঠা’বে হাই-টেক ট্যাটু

এই প্রজন্মের কাছে ট্যাটুর জনপ্রিয়তা বেশ বেড়েছে। নারী-পুরুষ নির্বিশেষে ট্যাটু করাতে পছন্দ করছেন সকলেই। তবে জানেন কি এবার থেকে এমন এক ট্যাটু করাতে পারবে নিজের শরীরে যা আপনার শরীরের খেয়াল রাখতে পারবে?

সম্প্রতি ট্যাটুর মধ্যেও এক নতুন প্রযুক্তি এসে গিয়েছে। ট্যাটুর মাধ্যমে শরীরে একটি ডিভাইস ঢুকিয়ে দেওয়া হবে যা শরীরের নানা গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে নেবে।

পরবর্তী ক্ষেত্রে যদি শরীরে কোন সমস্যা দেখা দেয় তাহলে এই ডিভাইস সতর্ক করে দেবে। এই প্রক্রিয়াটিতে তরল ধাতু এবং কার্বন ন্যানো টিউব দিয়ে তৈরি ইলেকট্রনিক কালি ব্যবহার করা হয়।

আরো পড়ুন: কাঁঠাল দেখলে ম’ন মা’নে না হাতির! গাছে উঠতেই যা হলো…

এই কালি দিয়ে যে ট্যাটু আঁকা হবে তা বায়োসেন্সরগুলির সঙ্গে সংযোগ স্থাপন করবে। বিজ্ঞানীরা জানাচ্ছেন ভবিষ্যতে এই প্রযুক্তির সঙ্গে ওয়ারলেস প্রযুক্তি যুক্ত করার ভাবনা ভেবেছেন তারা।

এর ফলে শরীরের ভেতর থেকে নানা সিগনাল বাইরে বেরিয়ে আসতে পারবে। মনিটারে রিডিং পরীক্ষা করার অনুমতি দেবে এই প্রযুক্তিটি।

বিপদের সময় নিজে থেকেই এই মেশিন সিগন্যাল পাঠাবে। এটি ত্বকে প্রয়োগ করা হলে সহজে উঠে যাবে না। এভাবে কার্যতর ট্যাটুর মাধ্যমেও বিপ্লব এনে দিয়েছে বিজ্ঞান।