সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মিড-ডে মিলে মিলবে আ’রো পুষ্টিকর খাবার, “প্রধানমন্ত্রী পোষণ” প্র’ক’ল্পে মিললো সম্মতি

প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পে মত দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই প্রকল্পের আওতায় এবার সারাদেশের পড়ুয়ারা মিড ডে মিলের সুবিধা পাবে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বুধবার এই খবর ঘোষণা করেছেন। কেন্দ্রের সিদ্ধান্ত অনুসারে সারাদেশ জুড়ে প্রায় ১১.২ লক্ষ পড়ুয়া এতে মিড ডে মিলের সুবিধা পাবে। সরকারি এবং বেসরকারি সংস্থার পড়ুয়ারা একযোগে এই পরিষেবার আওতায় আসতে পারবে।

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন আগামী 5 বছর এই পরিকল্পনা চলবে। ২০২১-২০২২ থেকে শুরু করে ২০২৫-২০২৬ পর্যন্ত সারাদেশের পড়ুয়ারা মিড ডে মিল পাবেন। এর জন্য কেন্দ্রের তরফ থেকে খরচ বরাদ্দ হয়েছে ৫৪০৬১.৭৩ কোটি টাকা। এই প্রকল্পের আওতায় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি খরচ করবে ৩১,৭৩৩.১৭ কোটি টাকা।

খাবার কেনার জন্য অতিরিক্ত ৪৫ হাজার কোটি টাকা খরচ করবে কেন্দ্র। এই প্রকল্পের বাজেট দাঁড়াবে ১,৩০,৭৯৪.৯০ কোটি টাকা। মিড ডে মিল প্রকল্প এই মুহূর্তে সারা দেশজুড়ে চালু আছে। মিড-ডে-মিল ছাড়াও কেন্দ্র নিমাচ-রাতলাম রেললাইনের জন্য ১,০৯৫.৮৮ কোটি টাকা এবং রাজকোট-কানালুস রেললাইনের জন্য ১০৮০.৫৮ কোটি টাকা বরাদ্দ করেছে।

এছাড়াও রপ্তানিকারী এবং ব্যাঙ্কগুলিকে সাহায্য করার জন্য কেন্দ্রীয় সরকার ECGC লিমিটেডে আগামী ৫ বছরে ৪,৪০০ কোটি টাকা বিনিয়োগ করবে। ৫৯ লক্ষ্য নতুন কর্মসংস্থান হবে এতে। একইসঙ্গে ন্যাশনাল এক্সপোর্ট ইনসিওরেন্স একাউন্টে আগামী পাঁচ বছরের জন্য ১৬৫০ কোটি টাকা অনুদান দিতে চলেছে।