সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শহরের কথা মনে রেখে EV আনলো MG MOTORS

বর্তমানে ইভি গাড়ির মডেল নিয়ে অনেকেই খুব উৎসাহী। বিভিন্ন গাড়ির সংস্হা তারা ইভি মডেলেই এখন বেশী জোড় দিচ্ছে। তাই সম্প্রতি ব্রিটিশ গাড়ির সংস্হা এমজি মোটরস সবচেয়ে ছোট ইলেকট্রিক গাড়ি বাজারে নিয়ে আসল তার নাম MG Comet EV

যারা কিনা ছোট গাড়ি খুঁজছেন তাও আবার ইভি তাদের জন্য এই মডেল দারুণ উপযোগী বলেই মনে করা হচ্ছে, এই গাড়ি সংস্হা, তাদের সহযোগী ব্র্যান্ড Wuling’s Air EV এর সহযোগিতায় বানিয়েছে। ইতিমধ্যেই গাড়িটি ইন্দোনেশিয়া তে বিক্রি শুরু হয়ে গেছে।

এই গাড়ির চারটি কালার ভেরিয়েন্টে রয়েছে ,ফ্লেক্স রেড,বিচ বে ব্লু, সানডাউনার অরেঞ্জ, সেরেনিটি গ্রিন। এই গাড়ির স্পেসিফিকেশন এর কথা যদি বলা যায় তাহলে অনেক কথাই বলতে হয়, বিশেষ করে গাড়ির মধ্যে ছোট্ট একটি হেড ল্যাম্প ক্লাস্টার, একটি নোজ গ্রিল, ও ফ্ল্যাট বাম্পার ও উইন্ডোস্ক্রিনের নিচে একটি এলইডি রয়েছে।

আরো খবর: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে স’রি’য়ে দিলো সুপ্রিম কোর্ট

তাছাড়া গাড়িতে রয়েছে গাড়িতে 12-ইঞ্চি অ্যালয় হুইল এবং ডুয়াল-টোন পেইন্ট স্কিম । তাছাড়া দৈর্ঘ্য 2974 এমএম, প্রস্থ 1505 এমএম ও উচ্চতা 1640 এমএম।

এই গাড়ির হুইলবেস 2010 এমএম ও টার্নিং রেডিয়াস 4.2 মিটার। এখানেই শেষ নয় এই গাড়ির মধ্যে রয়েছে মাউন্টেড কন্ট্রোল সহ টু স্পোক স্টিয়ারিং হুইল, সাথে ৫৫ টির বেশী কানেক্টেড ফিচার।

যা কিনা দারুণ আকর্ষণীয়। এই গাড়িটি মনে করা হচ্ছে টাটা টিয়াগোর সাথে দারুণভাবে প্রতিযোগিতা করবে এই গাড়িটির এক্স শোরুম মূল্য প্রায় ৮ লক্ষের মতো, যা অন্যান্য গাড়ির থেকে কম।।