সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

মঞ্চে গান গাইতে গিয়ে মাতলামি, মাইক ভা’ঙা’র চে’ষ্টা’য় নোবেলকে জুতো দিয়ে মা’র দর্শকদের, রইলো ভিডিও

নোবেল বাংলাদেশের একজন অতি জনপ্রিয় সঙ্গীত শিল্পী। পশ্চিমবঙ্গের রিয়ালিটি শো সারেগামাপা’ র মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করে সে। তবে নিজের সব কুরুচিকর মন্তব্যর জেরে মাঝে মধ্যেই খবরের শিরোনামে থাকে নোবেল। একের পর এক অপ্রত্যাশিত কাণ্ড করেই চলেছেন বাংলাদেশের সংগীতিশিল্পী মইনুল আহসান নোবেল।

কখনও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ, মদ খেয়ে মাতলামি, কখনও দুর্ঘটনা, কখনও রবীন্দ্র সংগীত নিয়ে বিরূপ মন্তব্য, কখনও ক্রিকেট নিয়ে ভারতীয় টিমকে তুলোধোনা কিছুই বাদ রাখেনি সে। ফের একবার বিতর্কের জন্ম দিল এই নোবেল।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে মদ খেয়ে বেসুর গলায় গান করছে নোবেল। জানা গিয়েছে ,গত বৃহস্পতিবার রাতে কুড়িগ্রাম ফুলবাড়ি ডিগ্রি কলেজের ৫০ বছর পূর্তি ও সুর্বণ জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন নোবেল।

আরো খবর: আজ শনিবার, জানুন গ্রহরাজের কৃপায় কেমন কা’ট’বে দিনটি, রইলো রাশিফল (29.04.2023)

তার রাত ৯টার দিকে গান শুরুর কথা ছিল। কিন্তু তিনি মঞ্চে ওঠেন ১১টা ২০ মিনিটে। ভিডিওটিতে দেখা যাচ্ছে মাইক্রোফোনের স্টান্ডটি আছড়াতে শুরু করেছে সে। শুরুতে নিজের চোখ থেকে চশমা খুলে পাঞ্জাবির কলারে রাখে।

এরপর শ্রোতাদের উদ্দেশ্যে বলে, “দ্বিতীয় বারের মত কুড়িগ্রাম আসলাম। এর আগে এসেছিলাম- তোমাদের সাথে দেখা হয়নি’’। এরপর চশমা কোথায় রেখেছে সে ভুলে যায়।“আমার চশমাটা কই” বলে চিৎকার শুরু করে। এরপর চশমা পেয়ে গান ধরে ‘আমি বাংলায় গান গাই’। গানের সুর – তাল কিছুই ঠিক ছিল না।

সমগ্র অনুষ্ঠান জুড়েই সে অসংলগ্ন আচরণ করে। এই ঘটনায় শ্রোতারা ক্ষিপ্র হয়ে জুতো ও জলের বোতল ছুড়ে মারে নোবেলের দিকে। নোবেলকে বাঁচতে স্টেজে থাকা কয়েকজন এবং আয়োজকরা তাকে সরিয়ে নিয়ে যায়।