সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দেগঙ্গায় মিললো মৌর্য যুগের সামগ্রী, আর্থিক মূ’ল্য প্রা’য় ১০০ কোটি!

বারাসতের দেগঙ্গায় উদ্ধার হল দুষ্প্রাপ্য নিদর্শন। দেগঙ্গার একটি বাড়ি থেকে এমন ঐতিহাসিক ভাণ্ডারের আনুমানিক মূল্য ১০০কোটি টাকারও বেশি। শুক্রবার দেগঙ্গা থানার বেড়াচাঁপার এলাকার এই ঘটনায় রীতিমতো হইচই পড়ে গিয়েছে।

যাঁর বাড়ি থেকে জিনিসগুলি উদ্ধার হয়েছে, সে স্বেচ্ছায় জিনিসগুলি হস্তান্তর করেছেন। তাই তাঁর বিরুদ্ধে কোনও মামলা রুজু করা হয়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুষাণ সাম্রাজ্য থেকে মৌর্য সাম্রাজ্য – এই সময়কালের মধ্যে দুষ্প্রাপ্য জিনিস রয়েছে দেগঙ্গা থানার বেড়াচাঁপার চন্দ্রকেতুগড় এলাকায়।

আরো খবর: বাবার অ’স্থি বি’স’র্জ’ন দিতে ভারতে এসে ভালোবাসা ও বি’য়ে, প্রে’মে’র কা’হি’নী হা’র মানাবে ফিল্মকেও

ট্রাস্টি বোর্ড নতুন মিউজিয়াম তৈরির পরিকল্পনা নেওয়ার পর থেকেই প্রত্নতাত্ত্বিক দুষ্প্রাপ্য জিনিসের খোঁজ শুরু করেছিলেন অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল তথা অফিসিয়াল ট্রাস্টি অফ ওয়েস্ট বেঙ্গল বিপ্লব রায়।

সেই সময়ই তিনি বেড়াচাপার চন্দ্রকেতুগড়েও খোঁজ করেন। তখনই জানা যায়, হাদিপুরের বাসিন্দা আসাদুজ্জামানের বাড়িতে রয়েছে প্রচুর পরিমাণে দুষ্প্রাপ্য প্রাচীন প্রত্নতাত্বিক জিনিস।