সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

কেন নীল-সাদা অটো কলকাতায়? কা’র’ণ জানালেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম

বর্তমানে কলকাতার বুকে চলছে সাদা নীল অটো। সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু হঠাৎ করে এই সিদ্ধান্ত কেন? এই নিয়েই এবার মুখ খুললেন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম।

গতকাল অটো সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি জানায়, আসলে পরিবহণ দপ্তরের তরফ থেকে একটি নীতি কার্যকর করা হয়েছে। যেখানে কলকাতা জুড়ে গ্রীন অটো চালানোর পরিকল্পনা করা হয়েছে।

আর তাছাড়া কলকাতার একটি নির্দিষ্ট রঙ রয়েছে সেই রঙের সাথে মিলিয়েই অটোর রঙ করা হয়েছে নীল সাদা।অনেক দিন থেকেই অবশ্য অটোগুলোর ওপর বিধিনিষেধ চালু করার আর্জি উঠেছিল যাত্রীদের পক্ষ থেকে।

আরো পড়ুন: সামান্থার বি’য়ে ভা’ঙা’র কারণ করণ! বি’স্ফো’র’ক ম’ন্ত’ব্য অভিনেত্রীর

সেই কথা মেনেই পরিবহণ দপ্তরের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার পরিবহণ দফতরের তরফ থেকে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি অটোর বর্তমান রঙ কেমন হবে সেই কথাও চিন্তা ভাবনা করা হয়েছে।

বর্তমান অটোর রঙ সবুজ হলুদ, কিন্তু সেটাকেই এখন নীল সাদা করা হবে, এদিকে আবার মুখ্যমন্ত্রীর পছন্দের রঙ হল নীল সাদা। তাই প্রশাসনিক রঙ টাও নীল সাদা রাখা হয়েছে।

অটোর রঙেও পরিবর্তন করা হল, তবে এই বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঠিকই। কিন্তু সমস্ত অটো সাদা নীল রঙ করাটা সময়সাপেক্ষ ব্যাপার।