সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিরাট বি’স্ফো’র’ণ INS RANVIR-এ, ৩ নৌসেনা ক’র্মী নি’হ’ত

মঙ্গলবার মুম্বাইয়ের নাভাল ডকইয়ার্ডে ভয়াবহ বিস্ফোরণ ঘটল। নৌসেনা জাহাজ আইএনএস রণবীরের ইন্টার্নাল কম্পার্টমেন্টে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনার ফলে তিনজন নৌসেনা কর্মীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এছাড়াও এ ঘটনায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও খবর মিলেছে। স্বভাবতই এই ঘটনার পর থেকে ডকইয়ার্ডে নিরাপত্তার প্রসঙ্গে প্রশ্ন উঠতে শুরু করেছে। কিভাবে এই বিস্ফোরণ ঘটল তা এখনো জানা যায়নি।

বিশিষ্ট সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, যুদ্ধ জাহাজের ভিতর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সামনেই প্রজাতন্ত্র দিবস। গোটা দেশে এখন সতর্কবার্তা জারি করা হয়েছে। এমতাবস্থায় নিরাপত্তা ইস্যু নিয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থার তরফ থেকে পাওয়া রিপোর্ট পর্যবেক্ষণ করে জরুরি অ্যালার্ট জারি করা হয়েছে। তবে প্রজাতন্ত্র দিবসের ঠিক আগে ভারতীয় সেনার যুদ্ধজাহাজে এমন ভয়াবহ বিস্ফোরণের ঘটনা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে।

বিস্ফোরণে অন্ততপক্ষে 11 জন আহত হয়েছেন। তাদের সকলকে তড়িঘড়ি উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা। বর্তমানে গোটা দেশে সর্তকতা জারি করা হয়েছে। দেশে আঁটোসাঁটো নিরাপত্তা সত্ত্বেও কিভাবে এই ঘটনা ঘটল তার কারণ এখনও স্পষ্ট নয়। ভারতীয় নৌসেনা বিভাগের তরফ থেকে জানানো হয়েছে আইএনএস রনবীর ক্রশ কোস্ট অপারেশনের ক্ষেত্রে মোতায়েন করা ছিল।

নৌসেনা তরফ থেকে জানানো হয়েছে খুব তাড়াতাড়ি বেস পোর্টে ফেরার কথা ছিল এই যুদ্ধজাহাজের। তবে তার আগেই ঘটে গেল এই দুর্ঘটনা। দুর্ঘটনায় মৃত নৌসেনা কর্মীদের পরিচয় এখনো জানা যায়নি। মঙ্গলবার বিস্ফোরণের ঘটনায় যুদ্ধজাহাজের তেমন কোনো ক্ষতি হয়নি বলেই জানা যাচ্ছে।