সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ব্যা’প’ক ভা’ঙ্গ’ন পশ্চিমবঙ্গে! বিঘার পর বিঘা জমি গঙ্গার গ্রা’সে

প্রতিবছর নদী ভাঙ্গন হয় আর গঙ্গায় তলিয়ে যায় কৃষি জমি, বসত-বাটি, স্কুল, মন্দির, ব্যাঙ্ক সহ গোটা গ্রামটাই। প্রশাসনের চোখের সামনে সর্বস্বান্ত হয় সাধারণ মানুষ। ভিটে-মাটি কৃষি-জমি হারিয়ে পথে বসেন অসহায় মুখগুলো।

এমনও অনেকে আছেন যারা তিন-চারবার ঠিকানা বদলের পরেও নিজেদের ভিটে-মাটি টিকিয়ে রাখতে পারেননি। গঙ্গার ভাঙন শুরু হয় আর চোখের সামনে নিমেষে তলিয়ে যায় সারা জীবনের উপার্জন, অবলম্বন।

এবার ফের গঙ্গার জল স্তর কমতেই সামশেরগঞ্জে ভাঙ্গনের ছোবল। নদীগর্ভে তলিয়ে যাচ্ছে বিঘার পর বিঘা চাষের জমি। তলিয়ে গিয়েছে লিচুবাগান। ঘটনার ফলে রীতিমতো আতঙ্কে এলাকাবাসী। ফের ভিটেমাটি ছাড়ার আতঙ্কে স্থানীয় গ্রামবাসী। সোমবার সকাল থেকে ভাঙ্গন শুরু হয়েছে।