সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

দ্বিতীয়বার ফ্রান্সের প্রেসিডেন্ট হলেন ম্যাক্রো, শু’ভে’চ্ছা জানালেন প্রধানমন্ত্রী

ইমানুয়েল ম্যাক্রোঁ টানা দ্বিতীয়বারের জন্য ফরাসি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন। তাকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিগত দুই দশকে এই প্রথমবার ফ্রান্সে কোনও প্রেসিডেন্ট নিজের ক্ষমতা ধরে রাখতে সক্ষম হলেন।

ভোট পরবর্তী সমীক্ষা অনুযায়ী, ম্যাক্রোঁর ঝুলিতে গিয়েছে ৫৭ থেকে ৫৮ শতাংশ ভোট। অপরদিকে তাঁর প্রতিদ্বন্দ্বী তথা কট্টর ডানপন্থী নেত্রী ম্যারিন লে পেন পান ৪১.৫ শতাংশ ভোট।

৪৪ বছর বয়সি ম্যাক্রোঁ ফরাসি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ায় স্বস্তির নিশঅবাস ফেলেছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি। ইউক্রেন যুদ্ধের মাঝে ম্যাক্রোঁর জয় স্থিতিশীলতা আনবে বলে আশা তাদের।

আরো পড়ুন: “Love in Ukraine”, এই ছবির মু’খ্য চ’রি’ত্রে অ’ভি’ন’য় করছেন রাশিয়ান মডেল

এদিকে প্রচারকালে লে পেনের ‘পুতিন প্রেমে’র বিষয়টি তুলে ধরেছিলেন ম্যাক্রোঁ। এই আবহে চিন্তিত হয়ে পড়েছিলেন ফ্রান্সে বিনিয়োগকারী সংস্থাগুলি। যদিও এই প্রচারের বিরুদ্ধে লে পেন দাবি করেছিলেন যে তিনি কখনও ‘ফ্রান্সরে পরিত্যাগ করবেন না।’

তবে শেষ পর্যন্ত তাঁ সেই প্রতিশ্রুতিতে যে সাধারণ ফরাসিদের মন গলেনি, তা ভোটের ফলেই স্পষ্ট। তবে ফরাসি প্রেসিডেন্টের নির্বাচনে হেরেও হাল ছাড়তে নারাজ লে পেন। আগামী জুন মাসে ফ্রান্সে অনুষ্ঠিত হবে সংসদীয় নির্বাচন। সেই নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার বার্তা দিয়েছেন পেন।