সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সরকারের লোভনীয় স্কি’ম! পাওয়া যা’বে ২০ বছর পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা

জ্বালানির দাম বাড়ছে, সেইজন্যই গোটা দেশজুড়েই ইতিমধ্যেই সৌরবিকল্পের চাহিদা জোরদার হচ্ছে। সোলার প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদনের দিকে নজর দিচ্ছে। কেন্দ্রীয় সরকার সম্প্রতি এমন একটি স্কিম বাজারে নিয়ে এসেছে যে স্কিমের মাধ্যমে বাড়ির ছাদে সোলার প্যানেল লাগিয়ে প্রায় 20 বছর পর্যন্ত ফ্রি ইলেকট্রিসিটি পাওয়া যাবে।

আর শুরুতেই নজর কেড়েছে এই স্কিম। এই স্কিম নিয়ে ইতিমধ্যেই অনেকেই বাড়ির ছাদে সোলার প্যানেল লাগিয়ে কাজ শুরু করে দিয়েছেন। শোলার রুফটপ সাবসিডি স্কিম (Solar Rooftop Subsidy Scheme) নামের এই স্কিম কেন্দ্রীয় সরকার শুরু করেছে গোটা দেশে সৌরবিদ্যুৎ সংক্রান্ত ধারণা ও বোঝাপড়া বৃদ্ধির জন্য।

পাশাপাশি গোটা দেশে যাতে সৌরবিদ্যুৎ জনপ্রিয় হয় সেই দিকেও চোখ রাখবে এই স্কিম। অর্থাৎ দেশের বহুল অংশের মানুষ যাতে সৌরবিদ্যুৎ ব্যবজার করে সেই বিষয়টি দেখবে এই স্কিম৷

আরো খবর: ডিসেম্বরের শেষ সপ্তাহে এই ৩ রাশির ভাগ্য অন্যদিকে টা’র্ন নে’বে! লা’ভ হবে না ক্ষ’তি?

এই স্কিমের জন্য Solarrooftop.in এর ওয়েবসাইটে যান। এরপর ‘ Apply on Solar Roofing’ অপশনে ক্লিক করুন। নিজের রাজ্যের নাম চুজ করুন। নিজের স্ক্রিনে সোলার রুফ অ্যাপ্লিকেশন আসবে। এরপর সমস্ত তথ্য দিয়ে জমা দিন।