সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ডেবিট কা’র্ড হা’রি’য়ে গিয়েছে? এবার মোবাইল ফোনের মাধ্যমেই টা’কা তুলুন ATM থে’কে!

এটিএম কার্ড বাড়িতে ফেলে এসেছেন?। কিংবা কার্ড হারিয়ে ফেলেছেন, এখনও নতুন কার্ড হাতে আসেনি। কী করবেন তাহলে?এবার কার্ড ছাড়া টাকা তুলতে পারবেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্লোনিং, স্কিমিং এবং ডিভাইস টেম্পারিং সহ কার্ড-সম্পর্কিত জালিয়াতি ঠেকাতে UPI ব্যবহার করে নগদ তোলার সুবিধা ঘোষণা করেছে। এখন থেকে UPI ব্যবহার করে ATM থেকে টাকা তোলা যাবে।

কার্ড ছাড়া টাকার তোলার পদ্ধতিঃ

প্ৰথমত যে কোনও ATM এ যেতে হবে। তারপর বেছে নিতে হবে Withdraw অপশন। তারপর সিলেক্ট করতে হবে UPI অপশন। তারপর ATM ডিসপ্লে-তে ভেসে উঠবে কিউআর কোড অপশন।

এবার নিজের UPI অ্যাপ খুলে ATM মেশিনের ডিসপ্লেতে ভেসে ওঠা কোডটি স্ক্যান করতে হবে। তারপর যে পরিমাণ টাকা চান তা বেছে নিতে হবে। তবে এভাবে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত তুলতে পারা যাবে। UPI পিন দিয়ে প্ৰসিড বটনে ক্লিক করলে ATM থেকে নগদ চলে আসবে।

আরো পড়ুন: বহুদিনের স’ম্প’র্ক ছে’দ করলেন রণবীর সিং, তবে কি…

এমনকি UPI ব্যবহার করে ATM থেকে কার্ডবিহীন নগদ তোলার জন্য ব্যাঙ্কগুলি কোনও অতিরিক্ত ফি নেবে না। তবে, UPI ব্যবহার করে একটি ভিন্ন ব্যাঙ্কের ATM ব্যবহার করার জন্য চার্জ বর্তমান কার্ড তোলার চার্জের মতোই থাকবে।

গ্রাহকদের তাদের নিজ নিজ ব্যাঙ্কের ATM-এ প্রতি মাসে পাঁচটি বিনামূল্যে লেনদেনের অনুমতি দেওয়া হয় এবং অন্য ব্যাঙ্কের ATM-এ ৩ বার বিনামূল্যে তোলা যাবে। তার বেশি হলে চার্জ ধরা হবে। প্রতিটি লেনদেনের জন্য ২১ টাকা করে চার্জ করা হবে।