সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

বিজেপি করার শা’স্তি পেলেন মহিলা! শাড়ি টে’নে রা’স্তা’য় নামিয়ে মা’র টিএমসি নে’তা’র বাবার

বিজেপি করে হতে হল ‘শাস্তি’; শাড়ি টেনে রাস্তায় নামিয়ে মহিলাকে মার তৃণমূল নেতার বাবার। সাগর বিধানসভা কেন্দ্রে ভোট-পরবর্তী হিংসা অব্যাহত। সাগর থানা থেকে মাত্র ২ মিনিট দূরে বিজেপি করার অপরাধে এক বিজেপি কর্মী সুরজিৎ আচার্যের দোকান ঘর দখল করতে যায় তৃণমূলের বর্তমান সাগরের জেলা পরিষদের নির্বাচিত সদস্য সন্দীপ পাত্রের বাবা প্রাক্তন অঞ্চল প্রধান অমরেন্দ্রনাথ পাত্র।সুরজিৎ আচার্যের স্ত্রী, অমরেন্দ্রনাথ বাবু কে দোকান দখল করতে বাধা দেওয়ায় প্রকাশ্য রাস্তায় চুলের মুঠি ধরে মারধর করেন।

শাড়ি টেনে ধরে বলেও অভিযোগ ওঠে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা তীব্র সমালোচনা করেন।এই হিংসাত্মক পরিস্থিতির সাক্ষী রইল সাগরের খুদি গুড়িয়া পোল এলাকার মানুষ। অভিযোগ, তৃণমুল সাগরের খুদি গুড়িয়া পোল এলাকায় দীর্ঘদিন দোকান খুলতে দেয় নি সাগরের খুদ গুড়িয়া এলাকার বাসিন্দা সুরজিৎ আচার্যকে। তিনি হঠাৎ আজ খবর পান কিছু লোকজন নিয়ে তার দোকান দখল নিতে গিয়েছেন। ওই এলাকার দায়িত্বে বর্তমানে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের সদস্য সন্দীপ পাত্রের বাবা রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অমরেন্দ্রনাথ পাত্র। রুজিরুটির একমাত্র পথ দোকান বাঁচাতেই ছুটে যান সুরজিৎ। তাঁর সঙ্গে সঙ্গেই দোকানে গিয়েছিলেন তাঁর স্ত্রী মধুরিমা। তখনই তাঁর স্ত্রীকে মারধার করা হয়। স্ত্রীর শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ উঠেছে।

সুরজিৎ বাবুর অভিযোগ করে বলেন, অমরেন্দ্রনাথ পাত্র প্রকাশ্য রাস্তায় ওই মহিলাকে চুলের টিকি ধরে মারতে থাকে এবং চুলের টিকি ধরে টেনে নিয়ে মারতে থাকেন অমরেন্দ্রনাথ পাত্র। বোনের এই অবস্থা দেখে ছুটে আসেন মধুরিমা আচার্যের দিদি শর্মিষ্ঠা। দুই বোনকে ও মারধর করে অমরেন্দ্রনাথ পাত্র। অভিযোগ সুরজিৎ পাত্রের । প্রকাশ্যে রাস্তায় নিজেদের কে বাঁচাতে পালটা হাত তোলে ওই মহিলা।

মধুরিমা পাত্র এবং শর্মিষ্ঠা মিদ্দাকে দোকানের ভিতর দিয়ে বাইরে থেকে তালা দেওয়ার চেষ্টা করে। এখানেই শেষ নয়। গোটা পরিবারকে সাগর থেকে উৎখাত করার হুমকিও দেওয়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। এমনও অভিযোগ আক্রান্ত পরিবারের। পরে জোর করে দোকানে তালা মেরে দেন প্রাক্তন প্রধান।

সাগরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বঙ্কিম হাজরা ঘটনাটি অনভিপ্রেত বলে জানিয়েছেন। তিনি আরও বলেছেন,”এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।”জমি দখলকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত বলে জানিয়েছেন তিনি।