সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

তালার ম’তো দেখতে একটি বস্তুতে আ’লো জ্ব’ল’ছে, রয়েছে অ্যান্টেনা, নবান্নে ছ’ড়া’লো বো’মা’ত’ঙ্ক

নবান্নের সামনে একটি ডিজিটাল ডিভাইসকে কেন্দ্র করে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ল। বুধবার সন্ধ্যায় দ্বিতীয় হুগলি সেতুর কাজিপাড়া রোডের Ramp-এর অ্যাপ্রোচ রোডের উপর একটি ডিজিটাল ডিভাইস পড়ে থাকতে দেখেন পথচলতিরা।

প্রত্যক্ষদর্শীরা সেখানে সেকেন্ডে সেকেন্ডে নম্বর পরিবর্তন হচ্ছিল বলে জানিয়েছেন। যা দেখে বিস্ফোরক পদার্থ বলে মনে হয়েছিল। এরপরই এক গাড়ির চালক সোজা ফোন করেন হাওড়া কমিশনারেটের ডিসি হেডকোয়ার্টারকে। খবর পেয়েই বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন DC Headquarters। এলাকায় ভিড় জমে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই জানা যায় ওই যন্ত্রটি কোনও বোমা নয় একটি গাড়ির ডিজিটাল লক।

ওই পথ দিয়ে যাওয়া কোনও গাড়ি থেকে সেটি খুলে রাস্তায় পড়ে গিয়েছিল বলেই অনুমান করেন পুলিশ কর্মীরা। পুরো বিষয়টি জানতে পেরে স্বস্তি পান স্থানীয়রা। শিবপুর থানার পুলিশ এসে ওই ডিজিটাল তালাটিকে উদ্ধার করে পরীক্ষার জন্য পাঠিয়েছে।

প্রসঙ্গত, একইভাবে দিল্লিতেও বোমাতঙ্ক ছড়ায় বুধবার সন্ধ্যায়। দিল্লির CRPF হেডকোয়ার্টারে একটি বোমা বিস্ফোরণের হুমকি ফোন আসে। যদিও ঘটনাস্থলে পৌঁছে কিছুই সন্দেহজনক পায়নি দিল্লি পুলিশ। উড়ো ফোন হিসেবেই জানিয়েছে পুলিশ। প্রজাতন্ত্র দিবসের আগে আবারও বোমাতঙ্ক ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে।

পূর্ব দিল্লির ত্রিলোকপুরীতে দুই বেওয়ারিশ ব্যাগকে ঘিরে ছড়াল বোমার আতঙ্ক। সাধারণতন্ত্র দিবসের আগে জঙ্গি হামলার গোয়েন্দা সতর্কতা মাথায় রেখে তড়িঘড়ি ব্যবস্থা নেয় দিল্লি পুলিশ। পুরো জায়গাটি ঘিরে ফেলে নিরাপত্তারক্ষীরা। তৎক্ষণাৎ বম্ব স্কোয়াড পৌঁছে পরীক্ষা করে ব্যাগ দুটি। যদিও ব্যাগ থেকে সন্দেহজনক কিছু মেলেনি বলে জানিয়েছে পুলিশ।