সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

লীনা গাঙ্গুলিকে গু’লি ক’রে মে’রে ফে’লা উচিত! বি’স্ফো’র’ক ব’য়া’ন বিপ্লব চট্টোপাধ্যায়ের

টলিউডের বর্ষীয়ান অভিনেতা বিপ্লব চ্যাটার্জী। একসময় খলনায়ক হিসেবে তাঁর জনপ্রিয়তা আদ্যপান্ত নায়কদেরও হার মানাতো। সিনেমার পর্দায় তাঁর চরিত্রকে দেখা মাত্র দর্শকদের মুখ থেকে ছুটে আসত কটাক্ষের বাণ। তাই ছিল একজন খলনায়ক হিসেবে তাঁর জীবনের সাফল্য।বর্তমানে তাঁর বয়স অনেকটাই হল।

কিন্তু তবুও মাঝেমধ্যে বিতর্কিত মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন এই অভিনেতা। সম্প্রতি আবারও বিতর্কে নাম জড়িয়েছে তাঁর। প্রকাশ্যে লীনা গাঙ্গুলীকে গুলি করে খুন করার হুমকি দিয়ে বসেছেন বিপ্লব চ্যাটার্জী। আর সেখানেই যত বিপত্তি। লীনা গাঙ্গুলী হলেন রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপার্সন তথা বাংলা টেলিভিশনের পরিচালক, প্রযোজক ও লেখিকা। লীনা গাঙ্গুলীকে গুলি করার প্রসঙ্গে টলিউডের পরিস্থিতিও বেশ সরগরম।

লীনা গাঙ্গুলীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ার মূল কারণ হিসেবে বিপ্লব চ্যাটার্জী উল্লেখ করেছেন, বাংলা ধারাবাহিকের বিরুদ্ধে তার অভিযোগ বিস্তর। বাংলা ধারাবাহিকগুলি যথেষ্ট নিম্ন রুচির।আর লীনা গাঙ্গুলী তো নিজেই একজন নারী, তাহলে তার লেখনীতে নারীদের এত অবমাননা কেন প্রকাশ পায়?

আরো পড়ুন: কাজ পাওয়ার বি’নি’ম’য়ে কু-প্র’স্তা’ব, কা’স্টিং কা’উ’চ নিয়ে যা বললেন অনন্যা

তবে একা লীনা নন, সমস্ত ধারাবাহিকের বিরুদ্ধে, চ্যানেলের বিরুদ্ধেই বিপ্লব চ্যাটার্জী অভিযোগ করেছেন। লীনাকে সরাসরি কটাক্ষ করেছেন কারণ তিনি নিজে একজন নারী। আর তাছাড়া মহিলা কমিশনের চেয়ারপার্সন হিসেবে নিজের চোখে সমাজে নারীদের দুর্ভোগ দেখতে পাচ্ছেন। তারপরেও তিনি নারীদের এ ভাবে পর্দায় তুলে ধরছেন!

তিনি আরও বলেন, “এক সময় একচেটিয়া খলনায়কের ভূমিকায় অভিনয় করেছি। বড় পর্দায় খলনায়ক হিসেবে একটি মানুষকে খারাপ দেখানো হয়। আর আমি মানছি যে ব্যক্তি হিসেবেও হয়তো আমি খারাপ। কিন্তু ধারাবাহিকে সবসুদ্ধ একই রকম! নিজের মা-মাসিকে খারাপ দেখানো হলে সেটা মেনে নেওয়া খুবই কঠিন। এঁরা সংসারের স্তম্ভ। এঁরা কখনোই খারাপ হতে পারেন না।