সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

ঐন্দ্রিলার শা’রী’রি’ক অ’ব’স্থা নিয়ে খোঁ’চা ঋত্বিকের, জবাব দি’তে ছা’ড়’লে’ন না নেটিজেনরা

আজকাল অনেকেই দেখছি ফেসবুকে প্রার্থনা করছে, কিন্তু যার কাছে প্রার্থনা করা হচ্ছে সে কি আদৌ ফেসবুক করে? এই প্রশ্ন তুলেই এবার নেটিজেনদের কটাক্ষের শিকার হলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা ঋত্বিক। বর্তমানে ঐন্দ্রিলা শর্মা যিনি টলিউডের একজন অভিনেত্রী তাকে ছোট পর্দায় অভিনয় করতে দেখা গেছে বহুবার। তাকেই নিয়েই এই জল্পনা শুরু হয়েছে। আসলে তিনি এখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছে।

গত কয়েকমাস আগেই তিনি ক্যানসার থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন, কিন্তু কিছু মাস যেতে না যেতেই আবার তাকে হাসপাতাল মুখো হতে হল। কারণ তার ব্রেন স্ট্রোক হয়েছে। মস্তিষ্কের এক জায়গায় রক্ত জমাট বেধেছে তার, খুবই ক্রিটিকাল অবস্থায় রয়েছেন তিনি। সদ্য সিটি স্ক্যান রিপোর্টে আরও একটি খারাপ খবর উঠে এসেছে তার মস্তিষ্কের যে অংশে অস্ত্রপ্রচার হয়েছিল তার বিপরীত পাশেই নাকি আবার রক্ত জমাট বেধেছে, যেখানে অস্ত্রপ্রচার করা আর সম্ভব নয়।

এদিকে আবার শোনা যাচ্ছে ব্রেন স্ট্রোকের সাথে সাথে তিনি হৃদ্রোগেও আক্রান্ত হয়েছেন। স্বাভাবিক ভাবেই খুবই ভয়ের বিষয়। ডাক্তারেরাও কি করবে না করবে বুঝে উঠতে পারছে না, সে যে একদম ভালো নেই সেটা তারা তার পরিবারকে জানিয়েছে।
তার শরীরের পরিস্থিতি এমন হওয়ার জন্যই তার বন্ধু সব্যসাচী ফেসবুকে ঐন্দ্রিলার সুস্থ কামনা করা নিয়ে একটি পোস্ট করে ও সবাইকে মন থেকে প্রার্থনা করতে বলে। তিনি লেখেন, এখন কোনো একটা অলৌকিক কিছু ঘটুক, আর ঐন্দ্রিলা উঠে বসুক।

আরো পড়ুন: উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হ’তে পারে সেমিস্টার প’দ্ধ’তি’তে

আপনারা মন থকে প্রার্থনা করুন, যাতে ও সুস্থ হয়ে ওঠে। তার এই পোস্টে অনেক টলিউডের তারকারা সাড়া দিয়েছেন। কিন্তু এর মধ্যেই কিছু ব্যাতিক্রম রয়েছে যার মধ্যে সবার আগেই যার নাম উঠে আসছে তার নাম ঋত্বিক। ঋত্বিকের এই পোস্টকে মানুষ কোনোভাবেই বরদাস্ত করে নি, তাকে একেবারে চাচাছোলা জবাব দিয়েছে নেটিজেনেরা। একেবারে ঋত্বিককে ধুয়ে দিয়েছেন তার ভক্তরাই। দেবারুন মিত্র নামে একজন বলেছেন, দাদা ঐন্দ্রিলা ও সব্যসাচীকে নিয়ে এই খোটা না মারলেই চলছিল না?

সুমনা নামে একজন বলেছেন, বিশ্বাসে মিলায় বস্তু। গার্গী চট্টোপাধ্যায় নামে একজন বলেন, অনেক কিছুই হয়ত যুক্তিহীন, তবে যুক্তির বাইরে গিয়েও আমরা হয় বিশ্বাসেই এইসব করে থাকি। আর সম্মিলিত প্রার্থনা ও শুভেচ্ছার ভালোদিক অবশ্যই একটা আছে। সাথে তিনি আরও বলেন, পৃথিবীকে জানিয়ে প্রার্থনা করাটা ক্লিশে হতেই পারে,কিন্তু এক একজনের আবেগের প্রকাশ এক এক রকম। কিন্তু এটা তো সত্যি যিনি সবার সামনে আবেগ প্রকাশ করে তার আবেগ সস্তা হয়ে যায় অনেকের কাছেই।।