সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

প্রয়াত হলেন রামায়ণের রাবণ খ্যা’ত অভিনেতা অরবিন্দ ত্রিবেদী, শো’কে’র ছা’য়া কলাকুশলীদের মধ্যে

উনিশ শতকের ছেলেমেয়েদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল রামানন্দ সাগরের রামায়ণ। ধারাবাহিকে রাবণের চরিত্রে অভিনয় করেছিলেন অরবিন্দ ত্রিবেদী। মঙ্গলবার রাতেই হূদরোগে আক্রান্ত হয়ে গত হলেন এই অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৩ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। একটানা বিছানা সজ্জা ছিলেন অরবিন্দ বাবু।

প্রয়াত অভিনেতা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ভাগ্নে কৌস্তব ত্রিবেদী জানান, “মঙ্গলবার রাত দশটার দিকে তিনি মারা যান। কয়েক বছর ধরে একটানা অসুস্থ ছিলেন চাচাজি। গত তিন বছর ধরেই স্বাস্থ্যের অবনতি শুরু হয়েছিল। এর মধ্যেই দু-তিনবার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। মাত্র এক মাস থেকে হাসপাতাল থেকে বাড়ি এসেছিলেন তিনি। সামান্য অসুস্থ ছিলেন তিনি। মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হন এবং নিজ বাড়িতে মারা যান তিনি”।

শুধুমাত্র রামায়ণ ধারাবাহিক নয়, অরবিন্দ ত্রিবেদী আরো অনেক ধারাবাহিকে কাজ করেছেন। বিক্রম এবং বেতাল ছাড়াও আরো অনেক হিন্দি সিরিয়াল এবং চলচ্চিত্রে অভিনয় করেছিলেন অরবিন্দ ত্রিবেদী। তবে রাবণের চরিত্র তার জনপ্রিয়তা তাকে সকলের মনে জায়গা করে দিয়েছিল, এই চরিত্রের সঙ্গেই তাঁকে স্মরণ করে মানুষ। যদিও অনেক গুজরাটি নাটকেও তিনি অভিনয় করেছিলেন। প্রায় তিনশোর বেশি গুজরাটি এবং হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন অরবিন্দ ত্রিবেদী।

চলচ্চিত্রে অভিনয় করার পাশাপাশি রাজনীতিতে যোগদান করেছিলেন অরবিন্দ ত্রিবেদী। বিজেপিতে যোগ দেওয়ার পর গুজরাটের শবর কন্ঠ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এই অভিনেতা। রাবণের পুরাণিক চরিত্র সাফল্যের কারণে নির্বাচনে জয়লাভ করেছিলেন তিনি। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত লোকসভার সাংসদ ছিলেন অরবিন্দ বাবু।