সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

রানওয়েতে বিমান না’মা’র সময় ব্যারিকেডে ধা’ক্কা, কো’ভি’ড যোদ্ধা পাইলটকে জরিমানা করা হলো ৮৫ কোটি

করোনা অতিমারি চলাকালীন, করোনা যোদ্ধা হিসেবে একসময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে এসেছিলেন তিনি। কিন্তু মধ্যপ্রদেশের বিজেপি সরকার তার উপর জরিমানা বসালো ৮৫ কোটি টাকার। মজিদ আখতার নামে এই বিমানচালক ও তার এক সঙ্গীর কারণে নাকি গ্বালিয়র বিমান বন্দরে একটি বিমানের ক্ষতি হয়েছে, আর সেই বিমানেই নাকি ছিল করোনার চিকিৎসার সরঞ্জাম, করোনার নমুনা।

করোনা অতিমারি চলাকালীন, করোনা যোদ্ধা হিসেবে একসময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে এসেছিলেন তিনি। কিন্তু মধ্যপ্রদেশের বিজেপি সরকার তার উপর জরিমানা বসালো ৮৫ কোটি টাকার। মজিদ আখতার নামে এই বিমানচালক ও তার এক সঙ্গীর কারণে নাকি গ্বালিয়র বিমান বন্দরে একটি বিমানের ক্ষতি হয়েছে, আর সেই বিমানেই নাকি ছিল করোনার চিকিৎসার সরঞ্জাম, করোনার নমুনা।

সূত্রের মাধ্যমে আরও স্পষ্ট জানা যায়,গ্বালিয়র বিমানবন্দরে অবতরণ করার সময় নাকি বিমানটি একটি ব্যরিকেডে ধাক্কা মারে। আর সেই বিমানের মধ্যেই ছিল করোনা রোগীদের ওষুধ পত্র ও বিভিন্ন চিকিৎসার সরঞ্জাম। সেই বিমান চালক অভিযোগ করেন, রানওয়ের এরমধ্যে সেই ব্যারিকেড রাখার কথা আগের থেকে জানানো হয়নি, ট্রাফিক কন্ট্রোলারের তরফ থেকে।

আরো পড়ুন: অন্য দলগুলোও তা’কে দিয়েছিল লোভনীয় প্রস্তাব, তবুও তিনি RCB-তেই, নিলামের আ’গে খো’ল’সা করলেন কোহলি

স্বাভাবিকভাবেই এই ঘটনার পর সরকারি তদন্ত চালানো হয়, ঠিক তার পরেই নির্দেশিকা জারি করা হয় সরকারের তরফ থেকে। এই দুর্ঘটনায় বিমানের মধ্যে থাকা চিকিৎসা সরঞ্জাম ছিল প্রায় ৬০ কোটি টাকা। সেগুলো পুরোপুরি ভাবে অচল হয়ে যাওয়ার কারণে, নতুন সরকারকে বেসরকারি বিমান ভাড়া করে ২৫ কোটি টাকা খরচ করতে হয়।

আর সেই কারণেই মোট ৮৫ কোটি টাকা জরিমানা করা হয় মজিদের ওপর। তবে বিমান নিয়ে বলা হয়েছে, যদি মেরামতি করা হয় তাহলে সহজেই উড়ানো যাবে বিমানটি। তবে বিমানচালক স্পষ্ট জানায়, এতে তোমার কোনো দোষ নেই। কারণ ট্রাফিক কন্ট্রোলার এর দায়িত্ব রানওয়েতে ব্যারিকেড থাকলে সেটা পাইলটকে জানানো।

আরো পড়ুন: এই মুহূর্তে ব’ড়ো খবর রাজ্যপালকে নি’য়ে

কিন্তু বিমান চালকের দাবি তাকে অবতরণের আগে এমন কোন কিছুই জানানো হয়নি। তাই তিনি বিমানের ব্ল্যাক বক্স দেখার দাবিও জানিয়েছেন, কিন্তু মধ্যপ্রদেশ সরকার কোনো কিছুই না শুনে একতরফা তার উপরে জরিমানা করেছে।