সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

শুক্রবার করে এইসব কা’জ থেকে দূ’রে রা’খু’ন নিজেকে, বি’প’দ ঘ’টে যে’তে পা’রে

শুক্রবার হলো মা সন্তোষীর দিন। কিন্তু জানেন কি এমন কিছু কাজ যদি ভুল করে বসেন আপনি শুক্রবার তাহলে মা সন্তোষীর কৃপা আপনার থেকে সরে যাবে। অনেক কাজ হয়তো অজান্তেই করে ফেলি আমরা, যার ফলে আমাদের ক্ষতি হয়ে যায় অথবা আমাদের পরিবারের ক্ষতি হয়ে যায়।

আমাদের বাড়ির চারপাশে নেগেটিভ এনার্জি বেড়ে যায়। তাই চলুন জেনে নেওয়া যাক শুক্রবার এমন কি কাজ আছে যা করা উচিত নয়। শুক্রবার করবেন না এমন আট টি কাজ, যা আপনার এবং আপনার পরিবারের ক্ষতি করে দিতে পারে।

শুক্রবার জুতো কিনবেন না।

শুক্রবার কখনোই জুতো টেবিলের উপরে রাখবেন না।

শুক্রবার বাড়ির ভেতরে ছাতা খুলবেন না।

শুক্রবার যদি পূর্ণিমা পড়ে তাহলে প্রেমিক বা প্রেমিকাকে নিয়ে ঘুরতে যাবেন না

বাইরে খেতে গিয়ে কখনোই কাঁটাচামচ ক্রস করে রাখবেন না।

শুক্রবার মুখ খোলা রেখে হাই তুলবেন না। মুখ চাপা দিয়ে অথবা রুমাল চাপা দিয়ে হাই তুলবেন।

শুক্রবার যাতে বাড়ির ভেতরে কোনো কাচ না ভেঙে যায়, সেদিকে লক্ষ্য রাখবেন।