সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

উচ্চ মাধ্য’মিক পা’শ যোগ্য’তায় AMPRI তে চা’ক’রি! দে’খে নিন শূ’ন্য পদ সহ বিস্তা’রিত

উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় AMPRI তে চাকরি! দেখে নিন শূন্য পদ সহ বিস্তারিত

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে CSIR- অ্যাডভান্সড মেটেরিয়ালস অ্যান্ড প্রসেস রিসার্চ ইনস্টিটিউট AMPRI ভোপাল বেশ কয়েকটি পদে নতুনভাবে কর্মী নিয়োগ করতে চলেছে। যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, তারা অনায়েসেই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। CSIR এর তরফ থেকে সম্প্রতি এই সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।

CSIR AMPRI এর তরফ থেকে প্রকাশিত ওই নির্দেশিকায় জানানো হয়েছে যে ৮টি শূন্য পদে নিয়োগ করা হতে চলেছে। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিসট্যান্ট (জেনেরাল) এর জন্য রয়েছে ২টি শূন্যপদ। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিসট্যান্ট (F&A) পদের জন্য রয়েছে ২টি শূন্যপদ। জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিসট্যান্ট (S&P) পদের জন্য রয়েছে ১টি শূন্যপদ। এছাড়াও ওই সংস্থায় জুনিয়র স্টেনোগ্রাফার (ইংলিশ) পদের জন্য রয়েছে ১টি শূন্যপদ এবং তার সঙ্গে জুনিয়র স্টেনোগ্রাফার (হিন্দি)র জন্য রয়েছে ২টি শূন্যপদ।

এই পদের জন্য আবেদনের প্রক্রিয়া এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। সেপ্টেম্বরের ১৫ তারিখ পর্যন্ত চলবে আবেদন প্রক্রিয়া। অনলাইনে আবেদনের পর আবেদনপত্রের প্রিন্ট আউট নিয়ে AMPRI-এর অফিসে পাঠাতে হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। ৩০ সেপ্টেম্বরের পর অফিসে আবেদনপত্র পৌঁছালে তা গ্রহণযোগ্য হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিসট্যান্ট এবং জুনিয়র স্টেনোগ্রাফার- এই দুই পদের ক্ষেত্রেই ১০+২ অর্থাৎ ১২ ক্লাস পাশ করা বাধ্যতামূলক বলে জানিয়ে দেওয়া হয়েছে ওই নির্দেশিকায়। DA, ঘর ভাড়া, যাতায়াতের খরচা পাবেন কর্মীরা। প্রথমে একটি লিখিত পরীক্ষা, তারপর টাইপিং টেস্ট নেওয়া হবে। এই দুটি পরীক্ষা হবে ভোপালে। তার উপর ভিত্তি করে প্রার্থী বাছাই করা হবে।