সব খবর সরাসরি পড়তে আমাদের WhatsApp  Telegram  Facebook Group যুক্ত হতে ক্লিক করুন

সব দো’ষ আমাদের, সিনেমাপ্রেমী দর্শকদের কোনো দো’ষ নেই! নিজের ব্য’র্থ’তা নিয়ে দা’বি অক্ষয় কুমারের

চলতি বছরে বলিউডের একাধিক ছবি বক্স অফিস ভালো ফল করতে পারেনি, সুতরাং বলা যায় যে এই বছরটা বলিউড ইন্ডাস্ট্রির জন্য একেবারেই ভালো নয়। একদিকে যেমন বলিউডের অন্যান্য সিনেমাগুলি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে, ঠিক সেই সময়ে এই বছরটা ভালো যাচ্ছে না বলিউডের অন্যতম সুপারস্টার অক্ষয় কুমারের, কারণ তাঁরও অভিনীত সিনেমাগুলি সেভাবে সাফল্য লাভ করতে পারছে না।

অক্ষয় কুমারের শেষ সুপারহিট ছবি ছিল রোহিত শেট্টি পরিচালিত ‘সূর্যবংশী’, এই সিনেমাটির পরবর্তী সিনেমাগুলি সবকটাই ফ্লপ হয়েছে। সম্রাট পৃথ্বীরাজ থেকে শুরু করে বচ্চন পান্ডে সমস্ত সিনেমাগুলোই বক্স অফিসে সাফল্য লাভ করতে পারেনি। একদিকে যখন বিভিন্ন সিনেমাগুলো বক্স অফিসে ফ্লপ হচ্ছে ঠিক তার উল্টোদিকে বেশিরভাগ দর্শকেরাই বলিউডকে বয়কট করার ডাক দিচ্ছে। সুতরাং বলাই যায় যে,” একে রামে রক্ষা নেই সুগ্রীব দোষর”।

বলিউডের এরকম অবস্থার জন্য বেশিরভাগ বলিউড তারকারায় দোষ দিয়েছেন দর্শকদের। অনেকেই বলছেন বর্তমানে বেশিরভাগ দর্শক রায় বাড়ি থেকে বেরিয়ে সিনেমা হলে সিনেমা দেখতে চাচ্ছে না যার কারণেই বলিউড ইন্ডাস্ট্রির এই রকমের অবস্থা। তবে একদিকে যখন অন্যান্য তারকাদের মুখে এই কথা, তার বিপরীতে অক্ষয় কুমারের গলায় কিন্তু শোনা গেল অন্য কথা।

আরো খবর: সামনেই পৌষ মাস, এই কাজগুলো ভু’লেও করবেন না! হতে পারে বি’রা’ট ক্ষ’তি

তাঁর অভিনীত বিভিন্ন ছবিগুলি ফ্লপ হওয়া সত্বেও তিনি দর্শকদের ওপর কিন্তু কোন দোষারোপ করেননি বরং নিজের ঘাড়েই তিনি দোষ রেখেছেন। বক্স অফিসে যেভাবে বলিউডের সিনেমাগুলি ফ্লক হচ্ছে সেই সংক্রান্ত ব্যাপারে অভিনেতা বলেন,” আমার মনে হয় যে আগে যতখানি চেষ্টা করতাম এখন তার থেকেও বেশি আবার চেষ্টা করতে হবে।

দর্শকদের বাড়ি থেকে বের করার জন্য আমাদের অনেক বেশি চেষ্টা করতে হবে। আমাদের জানতে হবে যে দর্শকেরা আসলে কি চায়।” অক্ষয় কুমার জানিয়েছেন, তাঁর আগামী ছবি যৌন শিক্ষার ওপর ভিত্তি করে তৈরি হবে এবং ছবিটির মুক্তি পাবে আগামী বছর এপ্রিল মে মাসে।